কলকাতা : টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা ঋত্বিক । তবে তিনি কি এমন ব্যস্ত যে, ফিল্মের পোস্টারে ছবি ছাপা হয়ে গেলেও ফিল্ম সম্পর্কে কিছুই জানেন না তিনি ? তেমনই তো হল...
সোশাল মিডিয়ায় কয়েকদিন ধরে একটি ফিল্মের পোস্টার ঘোরাফেরা করছে । ফিল্মের নাম, 'রাই কৃষ্ণ পদাবলী' । সেখানে চার অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঋত্বিক চক্রবর্তী ।
তবে ঋত্বিক এই ফিল্মটির বিষয়ে কিছুই জানেন না । সোশাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন অভিনেতা ।
ঋত্বিক লিখেছেন, "পোষ্টার টা সোশ্যাল মিডিয়ায় নজরে এসেছিল দিন কয়েক আগেই । ব্যাপারটা নিয়ে আমল দেওয়ার কিছু আছে বলে তখন মনে হয়নি । এখানে তো অনেকেই নানাবিধ খেয়ালখুশ বালখিল্য টাইমপাস করেই ।"
তাহলে কেন মাথা ঘামাচ্ছেন ঋত্বিক ? তিনি লিখেছেন, "আজ শুনলাম এর জন্য নাকি অডিশান ও হচ্ছে । সত্যি মিথ্যে জানিনা । মিথ্যে হলে তো ল্যাটা চুকে গেল । কিন্তু যদি সত্যি অডিশান হয় তবে সবাই কে জানাতে চাই, আমি "রাই কৃষ্ণ পদাবলী " র সম্পর্কে কিছু জানিনা ।"
পোস্টারে আবার এটাও লেখা রয়েছে যে, এটি নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম । মুক্তির তারিখ হিসেবে লেখা রয়েছে জুলাই 2021 ।