পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বড় স্বপ্ন, সঞ্জয়লীলা-রাজকুমার-গুলজ়ারের সঙ্গে কাজ করতে মুখিয়ে ঋতুপর্ণা - ঋতুপর্ণা সেনগুপ্তের খবর

বলিউডে কাজ করলেও, খুব নামকরা পরিচালকের ছবিতে অভিনয়ের সুযোগ হয়নি ঋতুপর্ণা সেনগুপ্তর । সঞ্জয়লীলা বনসালি, রাজকুমার হিরানি, গুলজ়ারের মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে মুখিয়ে অভিনেত্রী ।

Rituparna Sengupta to work with Bollywood director
Rituparna Sengupta to work with Bollywood director

By

Published : Feb 11, 2021, 1:41 PM IST

মুম্বই : যশ চোপড়ার ছবিতে কাজ করার ইচ্ছে ছিল ঋতুপর্ণা সেনগুপ্তের । সেই ইচ্ছে তো অধরাই থেকে গেল । তবে সঞ্জয়লীলা বনসালি, রাজকুমার হিরানি, গুলজ়ারের মতো পরিচালকদের সঙ্গে কাজ করলেও মন্দ হয় না ! মুখিয়ে রয়েছেন ঋতুপর্ণা ।

অভিনেত্রী বললেন, "যশ চোপড়ার আইকনিক রোম্যান্টিক ছবিতে কাজ করার ইচ্ছে ছিল ছোটো থেকে । সেটা তো আর হল না । আমি অন্তত তাঁর ব্র্য়ান্ডে কাজ করতে চাই । এছাড়া সঞ্জয়লীলা বনসালি, রাজকুমার হিরানি, গুলজ়ারের মতো পরিচালকদের সঙ্গে কাজ করাও আমার স্বপ্ন ।"

টলিপাড়ায় ঋতুপর্ণা আজ একটা ব্র্যান্ড । তাঁর সমস্ত ফিল্ম যে খুব উৎকর্ষ মানের, তা বলা যায় না । তবে 30 বছরের ক্যারিয়ারে অনেক ল্য়ান্ডমার্ক তৈরি করেছেন ঋতু । ব্লকবাস্টার ছবির সঙ্গে তথাকথিত 'ভালো' ছবিও উপহার দিয়েছেন তিনি । প্রসেনজিৎ-ঋতুপর্ণার পর সেভাবে আর কোনও জুটিই পেল না টলিপাড়া ।

...

এতকিছু অ্যাচিভ করার পর ঋতুপর্ণা থেমে যেতে পারতেন । কিন্তু, ভালো কাজ করার খিদে তাঁকে আজও তাড়া করে বেড়ায় । অভিনেত্রী বললেন, "আমার মনে হয়, সাফল্য আমায় নতুন চ্যালেঞ্জ নেওয়ার সাহস দিয়েছে । সবসময় আমার নিজেকে ফাইটার মনে হয় । এখনও আমি সুযোগের অপেক্ষায় থাকি ।"

এই মুহূর্তে বলিউডের সিনেমাটোগ্রাফার কবীর লাল পরিচালিত 'অন্তদৃষ্টি'-র শুটিং করছেন ঋতুপর্ণা ।

ABOUT THE AUTHOR

...view details