পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে শিশু দিবস পালন ঋতুপর্ণার - ঋতুপর্ণা সেনগুপ্তর শিশু দিবস পালন

ছিলেন 'লাইম অ্যান লাইট' ছবির কলাকুশলী জিতু কামাল, পরিচালক রেশমি মিত্র । এই ছবিতে অভিরূপ প্রথমবারের জন্য কোরিওগ্রাফি করেছেন । এছাড়াও ছিলেন সংগীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ।

df

By

Published : Nov 14, 2019, 11:47 PM IST

কলকাতা : বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে শিশু দিবস পালন করলে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্তর উদ্যোগেই এভাবে পালিত হল শিশু দিবস।

ঋতুপর্ণার জন্মদিন ছিল 7 নভেম্বর । কিন্তু, জন্মদিনে কলকাতায় ছিলেন না তিনি । ছিলেন সিঙ্গাপুরে । তাই কলকাতায় জন্মদিন পালন করতে পারেননি । তাই শিশু দিবসের পাশাপাশি আজ পালন করা হল তাঁর জন্মদিনও । বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন অভিনেত্রী ।

ছিলেন 'লাইম অ্যান লাইট' ছবির কলাকুশলী জিতু কামাল, পরিচালক রেশমি মিত্র । এই ছবিতে অভিরূপ প্রথমবারের জন্য কোরিওগ্রাফি করেছেন । এছাড়াও ছিলেন সংগীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ।

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details