পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Tollywood stars remember Abhishek: মিঠুকে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া

টলিউডে তিনি পরিচিত ছিলেন মিঠু নামে ৷ সেই অভিষেক চট্টোপাধ্যায়কে অকালেই হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া (Tollywood stars remember Abhishek) ৷

Rituparna Sengupta, other Tollywood stars remember Abhishek Chatterjee
মিঠুকে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া

By

Published : Mar 24, 2022, 2:14 PM IST

Updated : Mar 24, 2022, 7:23 PM IST

কলকাতা, 24 মার্চ:গতকাল আসন্ন রিয়ালিটি শো 'ইস্মার্ট জোড়ি'-র জন্য স্ত্রী সংযুক্তাকে নিয়ে কাপল ডান্সের শুটিং সেরেছেন অভিষেক চট্টোপাধ্যায় (Tollywood stars remember Abhishek)। মঙ্গলবার 'খড়কুটো'র শুটিংয়ে গিয়ে ঠিকমতো শুটিং করতে পারেননি । তাঁকে ঘিরে নানা স্মৃতিতে ভাসলেন টলিউডে তাঁর সহ-অভিনেতারা (Abhishek Chatterjee passes away)।

অভিনেত্রী রত্না ঘোষাল ইটিভি ভারতকে বলেন, "অভিষেক আমার কাছে অভিনেতা ছিল না । ও আমার ভাই ছিল । অসুস্থ ছিল । ডাক্তার বেড রেস্ট নিতে বলেছিল তিন মাস । ও বোধহয় তিন সপ্তাহও বিশ্রাম না নিয়ে শুটিংয়ে এসে হাজির হয়েছিল । আমি বলেছিলাম তুমি চলে এলে যে ? তখন আমায় বলল, বিশ্বাস কর আমি ভাল আছি । রোগা হয়ে গিয়েছি । ডায়েট করছি । ভাল আছি এখন । কাজ করতে পারব । পরশু খড়কুটোর শুটিংয়ে এসে কাজ করতে পারেনি । তার মধ্যে গতকাল কেন ও গেল ইস্মার্ট জোড়িতে আমি ভেবেই কূল করতে পারছি না । কেন করল ও এটা ? চোখের সামনে বয়সে ছোটরা চলে গেলে মেনে নেওয়া যে কী কঠিন তা আমরাই জানি ।"

শুটিঙের ফাঁকে

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta remembers Abhishek Chatterjee) বিশ্বাসই করতে পারছেন না খবরটা ৷ বললেন, "সকালে উঠে খবরটা পেলাম । বিশ্বাস করতে পারিনি । তাই বারবার জিজ্ঞেস করছিলাম সত্যি কি না । মনে হচ্ছিল সত্যি নয় । এ রকম সত্যি হওয়াটাও ঠিক নয় । আসলে পরপর এত দুঃখের খবর যে বুঝতে পারছি না । বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিনি অনেক কিছু দিয়েছেন । আমি চাই দর্শক যেন ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখে । অনেক ছবি করেছি ওঁর সঙ্গে । সবকটার নাম আমার মনেও নেই । আমার জীবনের বেশ কিছু শ্রেষ্ঠ ছবি ওঁর সঙ্গে করা । যেখান থেকে কমার্শিয়াল সিনেমার হিটকে আমি উপলব্ধি করলাম, তার একটা বড় অংশ হিসেবে আছেন অভিষেক চট্টোপাধ্যায় । আমি 'আলো', 'সুজন সখী'তে কাজ করেছি ওঁর সঙ্গে । যে দুটো আমার কেরিয়ারের উল্লেখযোগ্য দুটি ছবি । প্রযোজক অসীম সরকার আমাকে বলেছিলেন তুমি আমার লক্ষ্মী । অভিষেককে বাহবা দিয়ে বলেছিলেন তুমি আমাকে একটা বিরাট উপহার দিলে । সুজন সখী কেরিয়ারের প্রথম দিকের ছবি, 'শ্বেত পাথরের থালা'র পর । টলিউড একজন বড় মাপের অভিনেতাকে খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলল আজ ।"

আরও পড়ুন:Leena remembers Abhishek: গল্পে আমাকে মেরে ফেলবেন না, লীনা গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন অভিষেক

অভিনেত্রী সোনালী চৌধুরীর কথায়, "আমি দেখে এলাম মিঠুদাকে । সাদা পাঞ্জাবি পরে বেডরুমে শুয়ে আছে । কোনও অসুস্থতার ছাপ নেই মানুষটার মধ্যে । বৌদি বুকে মাথা রেখে শুয়ে আছে । ভাবতেই পারছি না মিঠুদা নেই । গতকাল ইস্মার্ট জোড়ি'র জন্য শ্যুট করল । আজ এ রকম খবর পাব ভাবিনি । জীবনটা খুব অনিশ্চিত হয়ে গিয়েছে আমাদের । সাধারণ জ্বর, সর্দি, পেট খারাপ নিয়ে আমরা সবসময়ই কাজ করি । কী এমন বড় কিছু হল যে চলে যেতে হল জানি না ।"

ভাস্বরের সঙ্গে অভিষেক

অভিষেক চট্টোপাধ্যায়ের খুব কাছের অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় বলেন, "সকালে ফোনে জানতে পারলাম খবরটা । মেনে নিতে পারছি না। টেকনিশিয়ানে নিয়ে আসা হবে দেহ । এমন একটা জায়গায় শুটিং করছি যে বেরনোর উপায় নেই । পৌঁছতে পারব না । 'সাঁইবাবা' ধারাবাহিকের সাংবাদিক সম্মেলনের দিন দাদা এসেছিলেন । আমাকে 'সাঁই সৎচরিত' বইটি ওইদিন উপহার দেন । বলেছিলেন, এই বইটা পড়বি । চরিত্রটার জন্য কাজে লাগবে । আমার বাবা-মা এসেছিলেন ওইদিন সাংবাদিক সম্মেলনে । ওঁদের হাত ধরে গাড়ি থেকে নামিয়েছিলেন দাদা । দেখে বোঝাই যেত না অত বড় স্টার উনি । কী অমায়িক ! কী মিষ্টি স্বভাবের মানুষ ছিলেন অভিষেকদা । অনেকদিনের আলাপ ওঁর সঙ্গে । 'রাজমহল' এবং 'আলো' ছবিতে কাজ করেছি একসঙ্গে । 'মোহর' ধারাবাহিকেও কাজ করেছি । মাস দু‘য়েক আগে একটি স্টোরে দেখা হয়েছিল । মাছ কিনছিলেন । প্রচুর মাছ কিনলেন রবিবার । তারপর চলে গেলেন । তারপর আর দেখা হয়নি । আজও একবারটি গিয়ে দেখে আসার উপায় পেলাম না ।"

আরও পড়ুন:Abhishek Chatterjee Passes Away : মাত্র 57-তেই চিরঘুমে অভিষেক চট্টোপাধ্যায়

সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় এ দিন সোশ্যালে অভিনেতাকে ঘিরে স্মৃতিচারণায় লিখেছেন, "মিঠুদা, আমরা শোকস্তব্ধ । বাকরুদ্ধ । যে চলে যায় - সে তো চলেই যায় । আর যারা পড়ে থাকে - শোক তাদের । সংযুক্তা বৌদি আর ওই একরত্তি মেয়েটার সামনে পড়ে - অগাধ সমুদ্র । আগের বছর দুর্গাপুজো শুরু হল । কী সুন্দর হইহই করে, তিনটে মানুষ একসঙ্গে আনন্দ করে বাঁচতো । কেন এমন হলো - এ প্রশ্নের উত্তর জানা নেই । নিজের মতো করে - একটা জীবন কী সুন্দর গুছিয়ে, পরিপাটি করে নিয়েছিল মিঠুদা । একটু অভিমানও হয়তো জমানো ছিল - ঋতুদার ছবিতে (দহন) অত ভালো অভিনয় করে নিজেকে প্রমাণ করার পরও, তথাকথিত বড় বড় পরিচালকরা কেউই তাঁর প্রতিভাকে কাজে লাগাতে পারেননি । কিন্তু তবু হুটহাট করে বেড়াতে বেরিয়ে পড়া, ছোট্ট অথচ সুখী পরিবারকে নিয়ে বাঁচা - দেখে কত ভালো লাগত । মনে মনে ভাবতুম - কবে মিঠুদাকে নিয়ে ডায়ালগ লিখব । মিঠুদা জানতেনও সে কথা । বড্ড কষ্ট হচ্ছে - বৌদি আর মিষ্টি মেয়েটার জন্য । এখনই তো ওর বাবাকে সবচেয়ে বেশি দরকার । ভালো লাগছে না । একদম মানতে পারছি না ।"

Last Updated : Mar 24, 2022, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details