কলকাতা : আজ চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এস পি বালাসুব্রমনিয়ম । কোরোনায় আক্রান্ত হয়ে 5 অগাস্ট হাসপাতালে ভরতি হন তিনি । ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল । কিন্তু, গতকাল রাতে হঠাৎই অবস্থার অবনতি হয় । তারপর আর শেষ রক্ষা হয়নি । আজই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলা, হিন্দি ও দক্ষিণী সিনেমা জগতের একাধিক অভিনেতা ও সংগীতশিল্পী । বাদ যাননি ঋতুপর্ণা সেনগুপ্তও । বর্ষীয়ান এই সংগীতশিল্পীর মৃত্যুতে রীতিমতো ভেঙে পড়েছেন তিনি ।
বালাসুব্রমনিয়মের মতো দরদী গলা আর কারও হবে না : ঋতুপর্ণা সেনগুপ্ত - rituparna sengupta
এস পি বালাসুব্রমনিয়মের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলা, হিন্দি ও দক্ষিণী সিনেমা জগতের একাধিক অভিনেতা ও সংগীতশিল্পী । বাদ যাননি ঋতুপর্ণা সেনগুপ্তও । বর্ষীয়ান এই সংগীতশিল্পীর মৃত্যুতে রীতিমতো ভেঙে পড়েছেন তিনি ।
এস পি বালাসুব্রনিয়মের মৃত্যুর খবর পাওয়ার পর খুবই কষ্ট হয়েছে ঋতুপর্ণার । খুব ছোটোবেলা থেকে তাঁর গান শুনে বড় হয়েছেন তিনি । তাই এই মৃত্যু সংবাদ পাওয়ার পর মনটা খারাপ হয়েছে তাঁর । এ প্রসঙ্গে ETV ভারতকে তিনি বলেন, "শুনছিলাম উনি সংকটজনক ছিলেন । ভাবছিলাম ঠিক হয়ে যাবেন । কিন্তু কিছুতেই আর কিছু হল না । এই পুরো বছরেই খারাপ খবরের ভিড় ।"
এই খবর শুনে মন খুবই অস্থির হয়েছে 'বেগম জান'-এর । বলেন, "বিনোদন জগতে ওঁর বিরাট অবদান । শুধু ছবি নয়, ছবির বাইরেও অনেক গান গেয়েছেন । আমাদের কাছে উনি একজন আইডল । যে গান এই ইন্ডাস্ট্রিকে তিনি দিয়ে গিয়েছেন, দ্বিতীয় কেউ সেটা দিতে পারবে না । অনেক অনেক শ্রদ্ধা জানাই এই মহান শিল্পীকে । উনি চলে যাওয়াতে একটা বড় নক্ষত্রপতন হল । অনেক বড় স্টারদের জন্ম দিয়েছে এস পি বালাসুব্রনিয়মজি । আমি বিশ্বাস করি উনি একজন স্টার মেকার । যে ধরনের দরদ ছিল গলায়, ওরকম আর কেউ হবেন না ।"