পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সৌমিত্র চট্টোপাধ্যায়কে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া

একমাসের বেশি সময় ধরে বেসরকারি হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছিল । আজ বেলা 12টা 15 মিনিটে ওই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

sdf
nhbnbn

By

Published : Nov 15, 2020, 6:02 PM IST

Updated : Nov 15, 2020, 6:22 PM IST

কলকাতা : তাঁর সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । মেয়ের চরিত্রেও অভিনয় করেছেন । শুধু একজন সহ-অভিনেতা নন, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন ঋতুপর্ণার অভিভাবকও । 'শ্বেত পাথরের থালা', 'পারমিতা একদিন', ' বসু পরিবার', 'বেলাশেষে' পিতৃতুল্য এই মানুষটিকে হারিয়ে আজ বড় অসহায় বোধ করছেন টলিকুইন ।

ঋতুপর্ণা বলেন, "কোনও কাছের মানুষ চলে গেলে, মানুষ যেমন অসহায় হয়ে যায় আমারও ঠিক সেই রকমই একটা অবস্থা হয়েছে । ঠিক বুঝতে পারছি না কী বলব । নিজেকে কীভাবে সামলাব বুঝতে পারছি না । মনটা অনেক দিন ধরেই খারাপ ছিল । সৌমিত্রকাকু অসুস্থ ছিলেন । অসুস্থতার খবর পেলেই প্রার্থনা করতাম, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান । জীবনের লম্বা পরিসরে অনেকবারই অসুস্থ হয়েছেন সৌমিত্রকাকু । বারবার আমাদের হাসিয়ে ফিরে এসেছেন । আমাদের কখনওই নিরাশ করেননি । কিন্তু আজকে একেবারেই নিরাশ হয়ে গেলাম ।"

তিনি আরও বলেন, "আজ থেকে পঁচিশ-ছাব্বিশ বছর আগে যখন অভিনয় করতে এসেছিলাম, সেই দিন থেকেই সৌমিত্রকাকুর আদরের স্পর্শ পেয়েছিলাম । এত ভালোবাসা, এত আবেগ, এত শিক্ষা - জানি না খুব একটা অন্য কারও কাছে পেয়েছি কি না । কত বছর ধরে দেখেছি সৌমিত্রকাকুকে । সে যেন এক অদ্ভুত সম্পর্ক । সৌমিত্রকাকুর সঙ্গে ভয়ে ভয়ে অভিনয় করা, সেই শুরুটা হয়েছিল 'শ্বেত পাথরের থালা'-র সঙ্গে । 'শেষচিঠি' বলে একটা ছবি করেছিলাম তনুজা আন্টি আর সৌমিত্রকাকুর সঙ্গে । পরিচালক ছিলেন শিশির মজুমদার, সেটা আমার জন্য একটা সাংঘাতিক অভিজ্ঞতা । সৌমিত্রকাকু তখন অনেক কম বয়স্ক ছিলেন । পরবর্তীকালে আমি সৌমিত্রকাকুকে বলেছিলাম, 'আপনার মতো এত হ্যান্ডসাম কাউকে দেখিনি ।' রঙিন শার্ট পরতেন সৌমিত্রকাকু । আমি জিজ্ঞেস করতাম, 'এইটা তোমার কোনও গার্লফ্রেন্ড দিয়েছে ?' বলতেন, 'এইটা আমার গার্লফ্রেন্ড জার্মানি থেকে পাঠিয়েছে ।' অদ্ভুত সব সময় কাটিয়েছে এই মানুষগুলোর সঙ্গে । আজ অনেক স্মৃতি ভিড় করে আসছে । কী বলব আমি জানি না ।"

তবে শুধু ঋতুপর্ণাই নন । শোকপ্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির একাধিক তারকা ।

রুদ্রপ্রসাদ সেনগুপ্ত (নাট্যব্যক্তিত্ব) : চলচিত্র এবং মঞ্চাভিনেতা হিসেবেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের জনমানসে । কিন্তু এর বাইরে তিনি ছিলেন একজন পরিপূর্ণ সৃজনশীল মানুষ । তাঁর আচার- ব্যবহার, খাওয়াদাওয়া, পোশাকআশাক, আড্ডা মারা এবং বন্ধুত্ব, এই সব কিছুর মধ্যেই ছিল তাঁর সৃজনশীলতা । আর অভিনয় ছাড়াও তাঁর অনেক ব্যাপারে বিশেষ আগ্রহ ছিল । অভিনয়ের ব্যাপারে যতটা তিনি ডেডিকেটেড ছিলেন ততটাই সিরিয়াস ছিলেন কবিতা লেখা বা সম্পাদনার ব্যাপারে । তিনি ছিলেন প্রকৃতপক্ষে একজন জীবনশিল্পী ।

সৃজিত মুখার্জি : ভালো থেকো ।

আবির চ্যাটার্জি : আমরা তোমাকে খুব মিস করব, সিনেমা তোমাকে খুব মিস করবে

জিৎ : একটা যুগের অবসান হল ।

Last Updated : Nov 15, 2020, 6:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details