পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সিঙ্গাপুরে পরিবার ও বন্ধুদের সঙ্গে দীপাবলি পালন ঋতুপর্ণার - rituparna singapore

স্বামী সঞ্জয় চক্রবর্তী ও দুই সন্তানের সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন ঋতুপর্ণা । আর সেখানে নিজের মত করে সব অনুষ্ঠান পালন করতে দেখা গিয়েছে তাঁকে । পুজোর আচার-অনুষ্ঠানে কোনও খামতি রাখেননি তিনি । গতকাল লক্ষ্মীপুজো উপলক্ষ্যে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন । সেখানে দীপাবলির প্রদীপ জ্বালানোর পাশাপাশি লক্ষ্মীর আরাধনাও করেন তিনি ।

asd
asd

By

Published : Nov 15, 2020, 7:45 AM IST

কলকাতা : লকডাউনের অনেক আগেই সিঙ্গাপুরে পাড়ি দিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত । দেখতে দেখতে সেখানে অনেকগুলো মাস কাটিয়ে ফেলেছেন তিনি । আর দুর্গাপুজো থেকে শুরু করে নিজের জন্মদিন, লক্ষ্মীপুজো আর এবার কালীপুজো ও দীপাবলিও সেই দেশেই পালন করলেন অভিনেত্রী ।

স্বামী সঞ্জয় চক্রবর্তী ও দুই সন্তানের সঙ্গে এখন সিঙ্গাপুরে রয়েছেন ঋতুপর্ণা । আর সেখানে নিজের মতো করে সব অনুষ্ঠান পালন করতে দেখা গিয়েছে তাঁকে । বিদেশে থেকেও পুজোর আচার-অনুষ্ঠানে কোনও খামতি রাখেননি তিনি । গতকাল লক্ষ্মীপুজো উপলক্ষ্যে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন । সেখানে দীপাবলির প্রদীপ জ্বালানোর পাশাপাশি লক্ষ্মীর আরাধনাও করেন তিনি । এছাড়া শুক্রবার নিজের বাড়িতেও পুজোর আয়োজন করেছিলেন ।

সিঙ্গাপুরে পরিবার ও বন্ধুদের সঙ্গে দীপাবলি পালন ঋতুপর্ণার

তবে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে এই দিনগুলি পালন করলেও কলকাতার উৎসবের দিনগুলিকে খুবই মিস করছেন ঋতুপর্ণা । এ প্রসঙ্গে তিনি বলেন, "কলকাতার দীপাবলিটাকে খুব মিস করছি । কারণ আমাদের বাড়িতে খুব বড় করে এই দিনটি পালন করা হয় । বাচ্চারা অনেক বাজি ফাটায় । চম্পাহাটিতে গিয়ে সঞ্জয় ও আমাদের বন্ধুরা বাজি কিনে নিয়ে আসত । এগুলো সবাই খুব মিস করছে ।"

সিঙ্গাপুরে পরিবার ও বন্ধুদের সঙ্গে দীপাবলি পালন ঋতুপর্ণার

আসলে কোরোনার কারণে এবার বাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । তাই সিঙ্গাপুরে এবার বাজি ফাটানো হচ্ছে না বলে জানিয়েছেন ঋতুপর্ণা । বলেন, "এবার সিঙ্গাপুরে কোনও সেব্রেশন হচ্ছে না । তাই আমরা নিজেদের মধ্যেই সব কিছু করেছি । সবাই বাড়িতে একটু করে পুজো করেছে । আমিও আমার বাড়িতে প্রদীপ জ্বালিয়েছি, মায়ের আরাধনা করেছি । আর দুই বন্ধুর বাড়িতে পুজো হয়েছে । এভাবেই নিজেদের মধ্যে আনন্দ করে কাটাচ্ছি ।"

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details