পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মোদি, অমিত শাহ কৃষ্ণ-অর্জুনের মতো : রজনীকান্ত - Arjuna

একটি বইয়ের অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর প্রশংসা করলেন অভিনেতা রজনীকান্ত । তিনি মোদি ও অমিত শাহর সম্পর্ককে ভগবান কৃষ্ণ ও অর্জুনের সঙ্গে তুলনা করেন ।

রজনীকান্ত

By

Published : Aug 12, 2019, 8:09 AM IST

চেন্নাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভগবান কৃষ্ণ ও অর্জুনের মতো বলে মন্তব্য করলেন অভিনেতা রজনীকান্ত । গতকাল তামিলনাড়ুর চেন্নাইতে সহসভাপতি ভেঙ্কাইয়া নাইডুর কার্যালয়ে দু'বছর হওয়ার একটি বই প্রকাশের অনুষ্ঠানে একথা বলেন অভিনেতা ।

জম্মু ও কাশ্মীরের স্পেশাল স্টেটাস তুলে নেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রশংসাও করেন রজনীকান্ত । অমিত শাহকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "মিশন কাশ্মীরের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন । আপনি (অমিত শাহ) সংসদে যে ভাষণ দিয়েছেন তা দুর্দান্ত ।"

অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সম্পর্ক নিয়েও প্রশংসা করেন রজনীকান্ত । তিনি বলেন, "মোদি জি ও অমিত জি কৃষ্ণ-অর্জুনের মতো । তবে আমরা জানি না কে কৃষ্ণ, কে অর্জুন । এটা শুধু তাঁরাই জানেন ।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহও । স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে জানান, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার জন্য থাকা 370 ধারা বাতিল করায় সন্ত্রাসবাদের অবসান ঘটবে ও উন্নয়নের সূচনা করবে ।

অমিত শাহ আরও বলেন, "এমন কী, গুজরাতের বিধায়ক হয়েও আমি কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পক্ষে ছিলাম । আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম । স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর আমি এটা বাতিল করতে ও এর প্রভাব সম্পর্কে কোনও বিভ্রান্তি বোধ করিনি ।"

BJP-র খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রজনীকান্ত এখনও তাঁর রাজনৈতিক দল চালু করতে পারেননি । তবে তিনি জানিয়েছেন, 2021 সালে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।

ABOUT THE AUTHOR

...view details