কলকাতা : আর কয়েকদিন পরই মহালয়া । তার সঙ্গেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব । ইতিমধ্যেই পুজোর প্ল্যানিং করে ফেলেছেন অনেকেই । বাদ যাননি তারকারাও । তবে আপকামিং ছবির প্রমোশন নিয়েই পুজোতে ব্যস্ত থাকবেন রুক্মিনী ও দেব।
পুজোর প্ল্যানিং সম্পর্কে রুক্মিনী মৈত্র বললেন, "পাসওয়ার্ডের অনেক প্রমোশন চলবে । তাই সেটা নিয়েই ব্যস্ত থাকব । এছাড়া পরিবার ও বন্ধুদের সঙ্গেও সময় কাটাব । আর খাওয়া-দাওয়া তো রয়েছেই ।"