কলকাতা, 30 মে : কেটে গেল 8টা বছর ৷ ফিরে এল বাঙালির সিনেপ্রেমীদের আরও একটা দুঃখের স্মৃতি ৷ 2013 সালে আজকের দিনেই চলে গিয়েছিলেন প্রখ্যাত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ ৷ ঘুমন্ত অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ৷ সকালে বিছানা থেকে মেলে তাঁর নিথর দেহ ৷ এই বিশেষ দিনে তাঁকে স্মরণ করেছেন অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ অন্যান্য তারকারা ৷
ঋতুপর্ণ ঘোষের আকস্মিক প্রয়াণ আজও মেনে নিতে পারেনি বাংলা ৷ তাঁর স্মৃতিচারণায় দিনভর সোশ্যাল মিডিয়ায় নানা বার্তা ভেসে উঠেছে ৷ পরিচালকের পছন্দের অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে ঋতুপর্ণর দুটি ছবি পোস্ট করেছেন ৷ তিনি ক্যাপশনে লিখেছেন, "8 বছর হয়ে গিয়েছে তোর কোনও মেসেজ নেই, বকাঝকা নেই, সাক্ষাৎ হয় না, ঝগড়া হয় না, নতুন নতুন গল্প নিয়ে আলোচনা হয় না । কিন্তু তুই আছিস - আমাদের মনে, আমাদের কথাবার্তায় তুই চির বর্তমান । এই সময়টায় তোর থাকা খুব দরকার ছিল রে । ভালো থাকিস ঋতু ।"
ফেসবুকে স্মৃতিচারণায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, "কতদিন হয়ে গেল তোমার সাথে বসে গল্প করি না, দেখাও হয় না …8 বছর হয়ে গেল তুমি নেই… শুধু তোমার কাজ, তোমার শিক্ষা, তোমার ভালোবাসা, তোমার বকা আর অনেক আশীর্বাদ আছে সঙ্গে ! নতুন করে তোমায় মিস করি না, কারণ কোনওদিন ভুলতেই যে পারিনি তোমায় ! অনেক প্রণাম, ভালোবাসা আর তোমার প্রিয় ফুলের সুগন্ধ পাঠালাম । ভাল থেকো ।"