পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

15 বছর পর পলিউডে ফিরছেন প্রীতি ! - jaya prada

'তেরি মেরি গল বন গেয়ি' ছবিতে পরিচালনা করার জন্য তৈরি প্রীতি সাপ্রু ।

প্রীতি সাপ্রু

By

Published : Jul 14, 2019, 12:58 PM IST

চন্ডীগড় : চার বছর পর ফের পলিউডে ফিরছেন প্রীতি সাপ্রু । 'তেরি মেরি গল বন গেয়ি' ছবিটি পরিচালনার জন্য তিনি প্রস্তুত ।

একটি সাংবাদিক বৈঠকে প্রীতি জানান, সিনেমা জগতে ফেরার জন্য তিনি যথেষ্ট উত্তজিত । সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া প্রদা এবং রাজনীতিবিদ এস আসিম গোয়েলম ।

'তেরি মেরি গল বন গেয়ি'-তে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আখিল ও রুবিনা বাজওয়াকে ।

প্রীতি বলেন, "সিনেমা সবসময়ই আমার অংশ । সেটা একজন অভিনেতা হিসেবে হোক বা পরিচালক হিসেবে । প্রায় 15 বছর পর আমি ফিরছি পরিচালক হিসেবে । আমি দর্শককে যে গল্প শোনাতে চেয়েছিলাম, তেরি মেরি গল বন গেয়ি সেই গল্পই শোনাবে । আশা করছি সব ঠিক হবে এবং আমরা আমাদের সবটা দিতে পারব ।"

ছবিতে প্রধান ভূমিকায় থাকা আখিল তাঁর উত্তেজনা ভাগ করে নিলেন । বলেন, "এই অনুভূতিগুলিকে শব্দ দিয়ে ব্যাখা করা সম্ভব নয় । প্রীতি ম্যাডামের সঙ্গে কাজ করাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো । টিম যে আমার উপর বিশ্বাস রেখে আমাকে এই সুযোগ দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ ।"

ছবির শুটিং শুরু হয়ে গেছে । 2020 সালে ছবিটি মুক্তি পাবে । মুক্তির তারিখ পরে জানানো হবে বলে ছবি নির্মাতাদের তরফে জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details