কলকাতা : এই প্রথম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোনও ছবি সরাসরি সম্প্রচারিত হতে চলেছে শুধুমাত্র টেলিভিশনে । আসলে ছবির প্রিমিয়ার হচ্ছে টেলিভিশনে । ছবির নাম 'নিরন্তর'। পরিচালনায় চন্দ্রাশিস রায় ।
যোগাযোগ ব্যবস্থাকে কেন্দ্র করে তৈরি 'নিরন্তর'। মধ্যবয়সী সিভিল ইঞ্জিনিয়র বিপ্লব ও তার অল্প বয়সি সহকারি ভাস্কর দূর পাহাড়ের একটি নিরিবিলি জায়গায় নতুন রিসর্ট তৈরির লোকেশন খুঁজতে যায় । সেখানে মোবাইলের নেটওয়ার্ক নেই । বিপ্লব ও ভাস্কর দু'জনে দুই মেরুর মানুষ । এই পরিস্থিতিতে তাদের দু'জনের যোগাযোগের আর কোনও পথ খোলা নেই । এই পরিস্থিতিতে কীভাবে কাটিয়ে উঠবে তাই নিয়েই তৈরি 'নিরন্তর'-এর গল্প ।
কলকাতায় জন্ম চন্দ্রাশিসের । এই শহরেই বেড়ে ওঠা । তবে পরিচালক হিসেবে 'নিরন্তর' ছবিতেই হাতেখড়ি হচ্ছে তাঁর । ছবির গল্পও তাঁরই । 2017-তে চন্দ্রাশিসের 'দুগ্গা' শর্ট ফিল্মটি বহু চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয় । গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়ান প্যানোরামা বিভাগেও দেখান হয়েছিল সেটি ।