পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সন্তান প্রসবের পর পড়ছে চুল, লন্ডনে নতুন হেয়ারকাট অনুষ্কার - অনুষ্কা শর্মার ছবি

বিরাট কোহলির সঙ্গে এখন ব্রিটেন সফরে রয়েছেন অনুষ্কা শর্মা ৷ বিরাট যখন খেলা নিয়ে ব্যস্ত, তখন তিনি নিজের যত্নে মনোযোগী হয়েছেন ৷ লন্ডনের হেয়ারস্টাইলিস্টকে দিয়ে চুল কাটালেন অভিনেত্রী ৷

postpartum-hair-loss-makes-anushka-sharma-appreciate-good-haircut
সন্তান প্রসবের পর পড়ছে চুল, লন্ডনে নতুন হেয়ারকাট অনুষ্কার

By

Published : Jun 25, 2021, 8:58 PM IST

হায়দরাবাদ, 25 জুন : সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই খুব চুল পড়ছিল অভিনেত্রী অনুষ্কা শর্মার ৷ চুলের সমস্যা মেটাতে তাই লন্ডনের প্রখ্যাত হেয়ার স্টাইলিস্ট জর্জ নর্থউডের কাছে চুল কাটালেন তিনি ৷ জর্জ নর্থউডের হাই-প্রোফাইল কায়েন্টদের মধ্যে রয়েছেন মেঘান মর্কেল, অ্যালেক্সা চুং, অ্যালিসিয়া বিকান্দার-সহ আরও অনেকে ৷

নিজের নতুন হেয়ারকাটের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিরাট-ঘরনি ৷ জর্জ নর্থউডের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য অভিনেত্রী সোনম কাপুরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "সন্তানের জন্মের পর চুল পড়ার সমস্যা যখন একটা ভাল হেয়ারকাট ও আরও অনেক কিছুতে উদ্বুদ্ধ করে ৷ জর্জ নর্থউড এ জন্য তোমাকে ধন্যবাদ ৷ তুমি দারুণ ! আর আমাদের যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য সোনম কাপুরকেও ধন্যবাদ ৷"

আরও পড়ুন:কোভিডের জেরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন গায়িকা পরমা ?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ব্রিটেন সফরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল ৷ বিরাটের সঙ্গে গিয়েছেন তাঁর স্ত্রী অনুষ্কা ও তাঁদের কন্যা ভামিকা ৷ সেখানেই লন্ডনের হেয়ারস্টাইলিস্টকে দিয়ে হেয়ারকাট করিয়েছেন অভিনেত্রী ৷

আরও পড়ুন:অভিষেকের 29 বছর পূর্তিতেই 'পাঠান'এর শ্যুটিং শুরু শাহরুখে

চলতি বছরের জানুয়ারি মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা ৷ এখন চুটিয়ে তিনি মাতৃত্ব উপভোগ করছেন ৷ গত দু'বছর ধরে অভিনয়ের জগতে লাইমলাইটে দেখা যায়নি তাঁকে ৷ অনুষ্কাকে শেষ দেখা গিয়েছে শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে, জিরো ফিল্মে ৷ তবে সম্প্রতি তিনি দুটি বড় প্রজেক্টের প্রযোজনা করেছেন - অ্যামাজন প্রাইম ভিডিয়োর ওয়েব সিরিজ পাতাল লোক ও নেটফ্লিক্সের ছবি বুলবুল ৷ অভিনয়ের ক্ষেত্রেও এই মুহূর্তে তাঁর হাতে দুটো বড় প্রজেক্ট রয়েছে ৷ নভদ্বীপ সিং পরিচালিত কানেদাতে দেখা যাবে তাঁকে ৷ এ ছাড়াও ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন অনুষ্কা শর্মা ৷

ABOUT THE AUTHOR

...view details