কলকাতা : রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সোশাল মিডিয়া প্রায় জ্বলছে । ভোট নয়, যেন কোনও যুদ্ধের আবহ তৈরি হয়েছে এই ভার্চুয়াল দুনিয়ায় । দলে দলে রেষারেষি, ব্যক্তিগত মতের অমিল, শিবির বদলের ধাক্কা..এই সবকিছু নিয়ে সরগরম টুইটার-ফেসবুক । এই দলে শামিল হলেন তথাগত রায় ও সায়নী ঘোষ ।
একটি টেলিভিশন চ্য়ানেলে এসে সায়নী মন্তব্য করেন যে, "জয় শ্রীরাম স্লোগানটিকে রণধ্বনিতে পরিণত করা হয়েছে, এটা কেন হবে ? উপরন্তু, এটি আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যেও পড়ে না । ঈশ্বরের নাম ভালোবেসে বলা উচিত । আজকাল বাইকে চেপে সব ছেলেরা এই স্লোগান দিতে দিতে যায়, মনে হয় যুদ্ধের ঘোষণা করা হচ্ছে ।"
সায়নীর এই মন্তব্যের পর নেটিজেনরা তাঁর বিরুদ্ধে গলা তোলেন । একজন আবার দাবি করেন, অভিনেত্রী নাকি দেশভাগের সময় মুসলিমদের 'অপরাধ'-এর বিষয়টি ভুলে গেছেন । এভাবে আস্তে আস্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । তারপর মাঠে নামেন তথাগতবাবু ।