- ETV : লকডাউনে কোনও লেখালেখি করেছেন ?
পদ্মনাভ : লকডাউনে মূলত আমি একটি উপন্যাস লিখেছি । এটা কোনও ফরমায়েশি লেখা নয় । নিজের জন্য বা সবার জন্য লিখেছি । এবং একটি বিদেশি নাটক অনুবাদ করেছি । এই দুটো কাজই করেছি । প্রচুর বই পড়েছি ।
- ETV : উপন্যাসটির নাম কী ?
পদ্মনাভ : 'মহাপ্রস্থান'। এটা পরিযায়ী শ্রমিকদের নিয়ে লেখা । লকডাউনে তাঁদের বাড়ি ফেরা নিয়ে লিখেছি । এখনও খসড়া হিসেবেই রয়েছে । এক প্রকাশনীর সঙ্গে কথাও হয়েছে । ওঁরা আগে পান্ডুলিপিটি পড়ুন ।
- ETV : পরিযায়ী শ্রমিকদের নিয়েই বা লিখলেন কেন ?
পদ্মনাভ : ওই সময় আর কোনও কিছু নিয়ে লিখতে পারছিলাম না । এমন একটা পরিস্থিতি, আর কিছু নজরে আসছিল না । আমাদের এই ইন্ডাস্ট্রির কী পরিস্থিতি হবে তা জানতাম না।
- ETV : পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার টানাপোড়েন তাহলে আপনাকে লেখার বিষয় খুঁজে এনে দিল ?