কলকাতা : বোলপুরে চলছে ব্রাত্য বসুর 'ডিকশনারি'-র শুটিং । আর সেখান থেকেই সোশাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করে চলেছেন নুসরত জাহান । কখনও সাধারণ মানুষকে চকোলেট বিলি করার আবার কখনও ভোরের আলোয় বাগানের মধ্যে তোলা ছবি শেয়ার করেন তিনি । সম্প্রতি ছবিতে তাঁর লুকের একটি ছবি শেয়ার করেন ।
বাঙালি বিবাহিত মেয়ের লুকে লাল শাড়িতে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন নুসরত । যদিও ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ট্রোলড হন তিনি । যাই হোক না কেন প্রতিবারের মতো এবারও চুপ থেকেছেন অভিনেত্রী । ছবিতে আবির চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি ও বাংলাদেশের শিল্পী মোশারফ করিমের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।
এর আগে আবিরের সঙ্গে 'অসুর' ছবিতে কাজ করেছিলেন নুসরত । যদিও প্রথমে 'ডিকশনারি'-র জন্য আবির ও মোশারফকে কাস্ট করার কথা চিন্তা করা হয়েছিল । পরে পরমব্রতকে কাস্ট করার বিষয়টি নিশ্চিত করা হয় । আর এই ছবিতে প্রথমবার পরমব্রতর সঙ্গে কাজ করবেন নুসরত ।