পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বসিরহাটের শুটিং নিয়ে মন্তব্যে নারাজ নুসরত - shooting lockdown

লকডাউনের মাঝেই বসিরহাটে শুটিং করতে যান কলকাতার কয়েকজন । সেখানে বাসিন্দাদের বাধার মুখে পড়েন তাঁরা । আর এই ঘটনা নিয়ে মন্তব্য করতে চাননি সেখানকার সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান ।

sdf
fd

By

Published : May 12, 2020, 6:04 PM IST

কলকাতা : রাজ্যে কোরোনার সংক্রমণ বেড়েই চলেছে । ইতিমধ্যেই কলকাতা সহ কয়েকটি জেলাকে হটস্পট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । রেড জ়োন এলাকাগুলিতে রয়েছে কড়া নিরাপত্তা । এর মাঝেই বসিরহাটে শুটিং করতে যান কয়েকজন । সেখানে বাসিন্দাদের বাধার মুখে পড়েন তাঁরা । আর এই ঘটনা নিয়ে মন্তব্য করতে চাননি সেখানকার সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান ।

তিনদিন আগে বেহালা, আলিপুর, টালিগঞ্জ থেকে প্রায় 15-16 জন কলাকুশলী একটি তথ্যচিত্রের শুটিং করতে গিয়েছিলেন বসিরহাটের টাকি রোডের মধ্যমপুর ঘোষপাড়ায় । গোলপুকুর পার্কে প্রায় সারারাত ধরে চলে শুটিং । বিষয়টি জানাজানি হওয়ার পরই তাঁদের বাধা দেন স্থানীয় বাসিন্দারা । তারপর শুটিংয়ের ওই দলটিকে বসিরহাট থানায় নিয়ে যাওয়া হয় ।

.

যদিও কলাকুশলীদের বক্তব্য, বেহালা থানা থেকে তাঁরা শুটিংয়ের অনুমতি নিয়েছিলেন । যদিও বসিরহাট থানায় অনুমতিপত্র দেখাতে পারেননি তাঁরা । কলাকুশলীদের এখন কোয়ারানটাইনে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ ।

এ বিষয়ে আর্টিস্ট ফোরামের জয়েন্ট সেক্রেটারি সপ্তর্ষি রায় বলেন, "যাঁরা শুটিং করতে গিয়েছিলেন তাঁদের আমরা চিনি না । আমাদের আর্টিস্ট ফোরামের কেউ নেই সেখানে ।" যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি নুসরত ।

ABOUT THE AUTHOR

...view details