কলকাতা : সামনে রয়েছে বিভিন্ন ফল থেকে শুরু একাধিক খাবার । আর তার ঠিক পাশেই হাসি হাসি মুখে মায়ের সঙ্গে বসে রয়েছেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান । সারাদিন ধরে উপোসের পর সন্ধেতে মায়ের সঙ্গে বসে ইফতার সারেন তিনি । আর সেই ছবিই পোস্ট করেন সোশাল মিডিয়ায় ।
শনিবার থেকে আরবি ক্যালেন্ডার মতে শুরু হয়েছে রমজানের মাস । একমাস ধরে চলবে প্রার্থনা ও উপবাস । প্রতিবছরের মতো এবছরও নিয়ম মেনে রোজা রেখেছেন নুসরত । সম্প্রতি ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ইফতার সারার ছবি পোস্ট করেন তিনি । একটি ছবিতে মায়ের সঙ্গে গল্প করতে করতে ইফতার সারতে দেখা গিয়েছে তাঁকে ।
ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই কমেন্ট করতে শুরু করেন একাধিক তারকা । নুসরতকে রমজানের শুভেচ্ছা জানান অনেকেই ।
কিছুদিন আগে ইনস্টাগ্রামে রমজান নিয়ে একটি ভিডিয়ো বার্তা দিয়েছিলেন নুসরত । এই রমজানে যাতে সবাই সুস্থ থাকেন সেই কথা বলেছিলেন তিনি । পাশাপাশি এ বছর মসজিদে না গিয়ে বাড়িতেই সবাইকে নমাজ পড়ার অনুরোধও করেন ভিডিয়োতে ।
তবে শুধুমাত্র রমজানই নয় । দুর্গাপুজো থেকে শুরু করে ইদ, বড়দিন, দীপাবলি সব অনুষ্ঠানেই মেতে ওঠেন নুসরত । স্বামী নিখিল জৈনের সঙ্গে দুর্গাপুজোয় অষ্টমীর অঞ্জলি দিয়েছিলেন তিনি । তা নিয়ে বিতর্কও হয়েছিল । তবে কোনও বিতর্ককে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে দুর্গাপুজোর দিনগুলি উপভোগ করেছিলেন তিনি । মেতে উঠেছিলেন দশমীর সিঁদুর খেলাতেও ।
আসলে সর্বধর্মে বিশ্বাসী নুসরত । তাই শত বিতর্ক উপেক্ষা করেও সব ধরনের উৎসবে আনন্দের সঙ্গে মেতে উঠতে দেখা যায় তাঁকে ।