পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

টিকটক ভুলে ইনস্টাগ্রামের নতুন ফিচারে মগ্ন নুসরত

চিনা অ্যাপ টিকটক ব্যান হওয়ার পরেই ইনস্টাগ্রাম শুরু করেছে একটি নতুন ফিচার, 'ফিল করো, রিল করো' ।

Nusrat Jahan instagram video
Nusrat Jahan instagram video

By

Published : Jul 14, 2020, 10:53 PM IST

কলকাতা : টিকটকে বেশ অ্যাক্টিভ ছিলেন নুসরত জাহান । তবে আর 59 টি অ্যাপের সঙ্গে এই চিনা অ্যাপকে বয়কট করেছে ভারত । আর তারপরেই ইনস্টাগ্রামে জায়গা করে নেয় 'ফিল করো, রিল করো' । ব্যাকগ্রাউন্ডে গানের সঙ্গে আপলোড করা যাবে ভিডিয়ো । ইনস্টাগ্রামের এই নতুন ফিচারে বেশ মগ্ন সেলেবরা । বাদ নেই নুসরতও ।

এই ফিচার ব্যবহার করে একটি ভিডিয়ো শেয়ার করেছেন নুসরত । ব্যকগ্রাউন্ডে বাজছে 'নয়নোওয়ালে নে ছেড়া মন কা তালা' আর সেই সুরে তাল মিলিয়ে নাচ করছেন নুসরত ।

সাদা-কালো সেই ভিডিয়োতে নুসরতের মুখ দেখা না গেলেও তাঁর আবেদন দর্শককে নাড়া দেবে ষোলো আনা । মোহময়ী নুসরত যেন নিজেকে আরও সুন্দর করে মেলে ধরেছেন তাঁর শরীরী ভাষায়, আঙুলের মুদ্রায় ।

দেখে নিন ভিডিয়ো...

কটক নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে নুসরত বলেছিলেন, "বাকি সোশাল মিডিয়ার মতোই টিকটক আমার কাছে একটা মাধ্যম । যার মাধ্যমে আমি ফ্যানদের বিনোদন দিই । তবে টিকটক নিষিদ্ধ করা একটা হঠকারি সিদ্ধান্ত । এই ধরনের সিদ্ধান্ত নিলে তার জন্য আগে থেকে একটা বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল । শুধু চিনা অ্যাপ বন্ধ করে দিলেই তো আর চিনা কম্পানির বিনিয়োগ শেষ হয়ে যাবে তা তো নয় ।"

.

এদিকে এই অ্যাপ নিষিদ্ধ হওয়ার ফলে সমস্যায় পড়েছেন অনেকেই । কাজ হারিয়েছেন একাধিক কর্মী । তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার কী ভেবেছে ? প্রশ্ন তুলেছিলেন নুসরত ।

ABOUT THE AUTHOR

...view details