পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ইনস্টাগ্রামে ঝড় তুললেন নুসরত - nusrat jahan latest news

ইনস্টাগ্রামে দারুণ কিছু ছবি শেয়ার করে ঝড় তুললেন নুসরত জাহান । মুহূর্তে ভাইরাল সেই ছবি ।

nusrat jahan latest news
nusrat jahan latest news

By

Published : Oct 20, 2020, 4:44 PM IST

কলকাতা : সোশাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের ঝলক দিয়ে থাকেন নুসরত জাহান । সরাসরি মিট করতে না পারলেও ভার্চুয়ালি ফ্যানেদের মন খুশি করে দেন অভিনেত্রী । সম্প্রতি আরও কিছু দারুণ ছবি শেয়ার করলেন নুসরত ।

মেরুণ পোশাক, মেরুণ লিপস্টিকে মোহময়ী লাগছে নুসরতকে । চুলের কার্লে, চোখের লিপলাইনারে অনেক ইশারাই করছেন অভিনেত্রী । আর নেটিজেনদের বেশ মনে ধরে তাঁর সেই ইশারা । তাই মুহূর্তে ভাইরাল সেই সব ছবি ।

ক্যাপশনে নুসরত লিখেছেন, "আমার চোখে লাল..." দেখে নিন তাঁর পোস্ট..

পরবর্তী ছবি 'স্বস্তিক সংকেত'-এর জন্য কিছুদিন আগে লন্ডনে পাড়ি দিয়েছিলেন নুসরত জাহান । সেখান থেকেও কিছু ঝলক শেয়ার করেছিলেন তিনি । লন্ডনের প্রচণ্ড ঠান্ডায় বেশ ভালো কাটছিল তাঁর জীবন । বিলেতের মাটিতেও শাড়ি পরেছিলেন তিনি । তবে সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছেন নুসরত ।

যশ আর মিমির সঙ্গে 'SOS কলকাতা'-তে অভিনয় করেছেন অভিনেত্রী । তাঁকে এই ছবিতে রীতিমতো অ্যাকশন করতে দেখা গেছে । গ্ল্যামার আর রোম্যান্সের মোড়ক ছেড়ে পুরোদমে তিনি অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের সদস্য হয়ে উঠেছেন ।

ABOUT THE AUTHOR

...view details