পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ইদের দিনেও 'জয় শ্রীরাম' লেখা মেসেজ পাই : নুসরত

সম্প্রতি নুসরত জাহানকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশাল মিডিয়ার পাতায়। অভিনেত্রীর সাংসদ হওয়া, নিখিল জৈনকে বিয়ে করা, শাঁখা-সিঁদুর পরে সংসদে যাওয়া এই সব কিছু নিয়েই সমালোচনার বন্যা বয়ে যাচ্ছিল ওয়েব দুনিয়ায়। কীভাবে সামলান সবকিছু? নুসরত জবাব দিলেন বিস্তারে।

নুসরত জাহান

By

Published : Jul 13, 2019, 4:46 PM IST

মুম্বই : এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরত বলেন, "আমি ট্রোলের উত্তর দিয়ে সেগুলোকে গুরুত্বপূর্ণ বানাতে চাই না। আর সোশাল মিডিয়ায় আমার ফলোয়াররাই আমার সমর্থনে জবাব দিয়ে দেয়। সংসদে আমার সহকর্মীরাও একইরকম। এটা আমার খুব ভালো লাগে।"

'জয় শ্রীরাম' বলা নিয়ে আমাদের রাজ্যে বাড়ছে হিংসা। এই শব্দবন্ধনী উচ্চারণ না করায় অনেকেই হুমকির মুখোমুখি হয়েছেন। এই নিয়ে নুসরতের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়। উত্তরে অভিনেত্রী বলেন, "আমায় তো ইদের দিনেও জয় শ্রীরাম লেখা মেসেজ পাঠায় বহু মানুষ। ইদ মোবারক লেখেন না কেউ। আমি চেষ্টা করি উত্তর না দেওয়ার।"

বসিরহাটে নুসরত

তবে নুসরত এটাও বলেন যে, "ভগবানের নাম নেওয়া কখনই খারাপ নয়। ধর্ম কোনও মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। তবে কাউকে রাগানোর জন্য বা উত্তেজিত করার জন্য সেটা ব্যবহার করাটা অন্য়ায়।"

নুসরতের কাছে এই দেশ ধর্মনিরপেক্ষ। সংবিধানে উল্লিখিত এই বৈশিষ্ট্যটাই যদি না থাকে এই দেশের তাহলে সেটা খুবই দুঃখের অভিনেত্রীর কাছে।

ABOUT THE AUTHOR

...view details