কলকাতা : গত পরশু নিজের পার্ক সার্কাসের বাড়িতে গায়ে হলুদ হয়েছে অভিনেত্রী ও সাংসদ নুরসত জাহানের। সেই অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন নুসরত।
"তোমার নীতিশিক্ষা কোনওদিন ভুলব না", বাবাকে নিয়ে আবেগপ্রবণ নুসরত - সাংসদ
কোনও মেয়ের জীবনে বিয়ে একটা বিরাট টার্নিং পয়েন্ট। তবে আনন্দের সঙ্গে নিজের বাড়ি ছেড়ে যাওয়ার যন্ত্রণাটাও মেয়েটির জীবনে খুব বড় সত্যি। নুসরত জাহানও তার ব্যতিক্রম নন।
নুসরত জাহান
বাবাকে জড়িয়ে কাঁদছেন নুসরত। আবেগপ্রবণ এই পোস্টটি করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "তুমি মানবিকতা শিখিয়েছ। আমার আনন্দের খেয়াল রেখেছ প্রতি মুহূর্তে। আমি কোনওদিন তোমায় ও তোমার নীতিশিক্ষাকে ভুলব না। তোমায় ভালোবাসি বাবা।"
দেখে নিন নুসরতের সেই পোস্ট...
Last Updated : Jun 17, 2019, 11:35 AM IST