পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নারী শক্তিশালী হলেই সবাই তাঁকে অন্য নজরে দেখে: নুসরত

নারী শক্তিশালী হলেই খুব মুশকিল, সবাই তাঁকে তখন অন্য নজরে দেখা শুরু করে ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে এক কবির পংক্তি তুলে ধরে বিশেষ বার্তা দিলেন নুসরত জাহান (Nusrat Jahan)৷

By

Published : Jun 15, 2021, 6:35 PM IST

nusrat jahan comment on instagram stories means a lot
নারী শক্তিশালী হলেই সবাই তাঁকে অন্য নজরে দেখে: নুসরত

কলকাতা, 15 জুন : বিতর্ক কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না ৷ গত কয়েকদিনে রাজনীতি থেকে বিনোদনের জগতে অন্যতম চর্চিত নাম নুসরত জাহান (Nusrat Jahan) ৷ তাঁর সন্তানধারণ, বিয়ে নিয়ে এখনও চর্চা চলছে নেটমাধ্যমে ৷ এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ একটি বার্তা দিলেন অভিনেত্রী ৷ আন্তর্জাতিক কবি সাবা খোদিরের পংক্তির উল্লেখ করে তিনি তুলে ধরেছেন তাঁর নারীবাদী সত্ত্বা ৷ আর যেন জবাব দিতে চেয়েছেন অনেক প্রশ্নের ৷

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরত জাহান সাবা খোদিরের যে উক্তিটি লিখেছেন সেটি হল, "যতদিন না-পর্যন্ত একজন নারী শক্তিশালী হয়ে উঠছেন, ততদিন পর্যন্ত প্রত্যেকে চান তিনি একজন শক্তিশালী নারী হোন ৷ আর যখন সেই নারী শক্তিশালী হয়ে ওঠেন, তখন সবাই তাঁকে অন্যকিছু তকমা দিতে শুরু করেন ৷ তবে যিনি একজন শক্তিশালী মহিলা, তিনি তখনও আপনার কথা শোনেননি, আর এখনও আপনার কথা শুনবেন না ৷"

নুসরত এমন একটা সময়ে ইনস্টাগ্রাম স্টোরিতে এই লেখাটি পোস্ট করেছেন, যখন তাঁর জীবন নিয়ে চলছে সোজা-বাঁকা নানা কথা ৷ তাঁর সন্তানসম্ভবা হওয়া নিয়ে নিজে মুখ না-খুললেও প্রকাশ্যে এসেছে তাঁর বেবি বাম্পের ছবি ৷ সেই সন্তান কার, তাঁর স্বামী নিখিল জৈনের (Nikhil Jain) নাকি নুসরতের বর্তমান চর্চিত বয়ফ্রেন্ড যশ দাশগুপ্তের (Yash Dasgupta) - এই প্রশ্নে তোলপাড় হয় নেটমাধ্যম ৷ সন্তানের বিষয়ে নীরব থাকলেও বিবৃতি দিয়ে তৃণমূল সাংসদ দাবি করেন যে, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়েই হয়নি ৷

আরও পড়ুন:টিকা দেওয়া থাকলে ইউনিটে 50 জনকে নিয়ে করা যাবে শ্যুটিং, অনুমতি রাজ্যের

তিনি জানান, "তুরস্কের বিয়ের আইন অনুযায়ী বিদেশের ওই অনুষ্ঠান অবৈধ ৷ আর যেহেতু এটা দুই ধর্মে বিয়ে, সে জন্য এটি বৈধতা পেতে স্পেশ্য়াল ম্যারেজ অ্যাক্টের স্বীকৃতি প্রয়োজন, যেটা ঘটেনি ৷ আইন অনুযায়ী এটা কোনও বিয়ে নয় ৷ এটা একটা সম্পর্ক অথবা একটা লিভ-ইন সম্পর্ক ৷ সুতরাং বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না ৷ দীর্ঘদিন হল আমরা আলাদা আছি ৷ তবে এ নিয়ে কখনও কিছু বলিনি, কারণ আমার ব্যক্তিগত জীবন নিজের কাছেই রাখতে চেয়েছি ৷ তাই আমার সঙ্গে জড়িত কেউ বা কোনও সংবাদমাধ্যম এই সেপারেশনের ভিত্তিতে আমার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলতে পারে না ৷ এই বিয়ে বেআইনি ও অবৈধ ৷"

আরও পড়ুন:6 মাসের অন্তঃসত্ত্বা ! তবে কি নুসরতের সন্তানের বাবা যশই ? হিসেব কষছে নেটিজেন

এই নিয়ে কম জলঘোলা হয়নি ৷ নুসরত কি তবে লোকসভায় দাঁড়িয়ে মিথ্যে বলেছিলেন ? এই প্রশ্নে সরব হয় বঙ্গ বিজেপি ৷ বিজেপির আইটি সেলের জাতীয় সভাপতি অমিত মালব্য টুইটে লেখেন, "তৃণমূল সাংসদ নুসরত জাহান রুহি জৈনের ব্যক্তিগত জীবন, তিনি কাকে বিয়ে করেছেন, অথবা তিনি কার সঙ্গে থাকেন, তা কারও জানার দরকার নেই ৷ কিন্তু তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদের রেকর্ডে এটা রয়েছে যে, তিনি নিখিল জৈনকে বিয়ে করেছেন ৷ তাহলে কি তিনি লোকসভায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছিলেন ?"

আরও পড়ুন:বিয়ে অবৈধ হলে কেন রিসেপশন ? কেন ছবি নেটমাধ্যমে ? প্রশ্নবাণে জর্জরিত নুসরত

এই প্রশ্নের জবাব দিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ টুইট করে লেখেন, "প্রসঙ্গ নুসরত জাহান: বিষয়টি ব্যক্তিগত । এর সঙ্গে রাজনীতি বা দলের কোনও সম্পর্ক নেই । বিজেপির মালব্য এ সব নিয়ে টুইট না করাই ভাল । তর্ক শুরু হলে বিজেপির পক্ষে ভাল হবে না । তৃণমূল মানুষের কাজ নিয়ে ব্যস্ত ।"

ABOUT THE AUTHOR

...view details