হায়দরাবাদ, 26 মার্চ : শুক্রবার পর্দায় মুক্তি পেয়েছে এস এস রাজামৌলির বহু প্রতিক্ষিত ছবি 'আরআরআর' ৷ ছবি মুক্তির আগেই অন্য়তম প্রধান অভিনেতা জুনিয়র এনটিআর ইঙ্গিতে ফ্যানেদের জানিয়েছিলেন, দুর্দান্ত হয়েছে ছবির কাজ ৷ আর প্রথম দিনেই অনুরাগীদেরও মন ছুঁয়ে গেছে এই ছবি ৷ প্রেক্ষাগৃহের বিপুল ভিড় যে তার বড় প্রমাণ তা বলাই বাহুল্য ৷ এই ছবি নিয়ে দর্শকদের এই উচ্ছ্বাস দেখে অনুরাগীদের ধন্যবাদ জানালেন এনটিআরও ৷
নিজের টুইটার হ্যান্ডেল থেকে এদিন সকলকে ভালবাসা জানিয়েছেন তিনি ৷ টুইটে তিনি লেখেন, "প্রত্য়েককে ধন্যবাদ এত উচ্ছ্বসিত ভালবাসার জন্য় ৷ আপনাদের ভালবাসা, প্রশংসা আর সমর্থনই আমাকে এগিয়ে যেতে সাহায্য করে ৷ আরআরআর ছবির অসামান্য ভিজ্যুয়ালগুলি উপভোগ করুন ৷" এনটিআরকে এই ছবিতে দেখা গিয়েছে আখতারের চরিত্রে ৷ জুনিয়রের সঙ্গে ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন আরেক সুপারস্টার রাম চরণও ৷ প্রায় তিনবছর অপেক্ষার পর এনটিআরকে পর্দায় দেখছেন তাঁর অনুরাগীরা ৷