পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রকাশ্যে 'পরিণীতা'র প্রথম গান 'তোমাকে' - tomake

শ্রেয়া ঘোষালের গলায় 'পরিণীতা'-র প্রথম গান মুক্তি পেল । অনুষ্ঠানে পরিচালক সহ উপস্থিত ছিলেন অন্যান্য কলাকুশলীরা ।

পরিণীতা

By

Published : Jul 14, 2019, 3:22 PM IST

Updated : Jul 14, 2019, 5:57 PM IST

কলকাতা : মুক্তি পেল রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি 'পরিণীতা'-র প্রথম গান 'তোমাকে' । গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল । ছবির গল্প এমন এক ভালোবাসাকে কেন্দ্র করে যার শেষ পর্যন্ত কোনও পরিণতি নেই ।

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী । এতদিন পর্যন্ত শুভশ্রীকে কেবল রোম্যান্টিক ছবিতে নায়িকার ভূমিকায় দেখে এসেছেন দর্শক । এই ছবি তার থেকে একদমই আলাদা ।

ছবিতে প্রথমে অভিনেত্রীকে এক স্কুল ছাত্রীর ভূমিকায় দেখা যাবে । পরে গল্প এগোনোর সঙ্গে সঙ্গে তাঁকে দেখা যাবে একজন প্রতিবাদী মহিলার চরিত্রে ।

দেখুন ভিডিয়ো

ইতিমধ্যেই ছবির ট্রেলার দর্শকের সামনে এসে গেছে । আর গতকাল মুক্তি পেল ছবির প্রথম গান । 'পরিণীতা'-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, অদ্রিজা রায়, পদ্মনাভ দাশগুপ্ত, ফালাক রাশিদ, মানষ গাঙ্গুলী, আদৃত রায়, অর্কপ্রভ মুখার্জি ও পরিচালক রাজ চক্রবর্তী ।

Last Updated : Jul 14, 2019, 5:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details