কলকাতা : পরিচালক প্রীতম এমের ছবি 'ক্লোন'। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং বিনীতা মুখোপাধ্যায় । ছবির সংগীত পরিচালক রাজর্ষি সেনগুপ্ত এবং প্লেব্যাক করেছেন নচিকেতা চক্রবর্তী । সম্প্রতি লেকটাউনের একটি স্টুডিয়োতে গানের রেকর্ডিং সারলেন নচিকেতা । গানের নাম 'এমনও হয়'। সেই রেকর্ডিংয়ের একটি ভিডিয়ো এসেছে ETV ইটিভি ভারত সিতারার কাছে ।
'ক্লোন'-এর গান রেকর্ড করলেন নচিকেতা - nachiketa record song
শোনা যায়, এই পৃথিবীতে একই রকম দেখতে নাকি সাতজন মানুষ আছে । একইরকম দেখতে হওয়ায় সমস্যা তৈরি হয় । 'ক্লোন' ছবির গল্পও অনেকটা সেরকমই ।
ছবি সম্পর্কে নচিকেতা বলেন, "ছবির নাম 'ক্লোন'। আর যে গানটি গাইলাম, সেখানে ক্লোনের কথা বলা আছে । একই রকম দেখতে মুখ কিংবা মুখোশ । গানটা খুব ভালো হয়েছে । এখন দেখি লোকে কীভাবে বিষয়টাকে গ্রহণ করে । ছবিটি পরিচালনা করেছেন অর্ণব এবং প্রীতম । প্রীতমকে অনেকদিন ধরেই চিনি । আমার বহু দিনের পরিচিত । রাজর্ষি এই গানটা বানিয়েছে, লিখেছে এবং সুর দিয়েছে । গানটা ভালো হয়েছে । ওদের জন্য আমার শুভেচ্ছা রইল । এই শর্ট ফিল্ম থেকে ওরা পূর্ণদৈর্ঘ্যের একটা ছবি বানাক, সেটাই কামনা করি ।"
শোনা যায়, এই পৃথিবীতে একই রকম দেখতে নাকি সাতজন মানুষ আছে । একইরকম দেখতে হওয়ায় সমস্যা তৈরি হয় । 'ক্লোন' ছবির গল্পও অনেকটা সেরকমই ।