কলকাতা : পরনে হালকা গোলাপি রঙের শাড়ি । খোলা চুল । বাড়ির মধ্যেই বাদশার গাওয়া 'গেন্দাফুল' গানের তালে নাচলেন মনামি ।
কোরোনা আতঙ্কের জেরে বন্ধ শুটিং । তাই বাড়িতেই দিন কাটছে তারকাদের । কাজ না থাকলে সময় যেন কাটতেই চায় না । আম জনতার পাশাপাশি এখন একই অবস্থা তারকাদের । কত আর সিনেমা দেখে ও বই পড়ে দিন কাটানো সম্ভব ! অনেকে অবশ্য সেই করেই দিন কাটাচ্ছেন । কেউ আবার ঘর পরিষ্কার করছেন, তো কেউ রান্না করছেন । আর সোশাল মিডিয়ায় সেই মুহূর্তগুলির ছবি পোস্ট করে সেগুলি শেয়ার করে নিচ্ছেন ফ্যানদের সঙ্গে ।
তবে এরই মধ্যে একটু অন্যভাবে সময় কাটাচ্ছেন মনামি । সম্প্রতি বাদশার 'গেন্দাফুল' গানের সঙ্গে নাচতে দেখা গেল তাঁকে । ওই গানের মাধ্যমে নিজের নৃত্যশৈলী ফুটিয়ে তুলেছেন তিনি । ভিডিয়োর ক্যাপশনে জ্যাকলিন ফার্নান্ডেজ়ের প্রশংসাও করেন ।