দিল্লি : সংসদে শুরু শীতকালিন অধিবেশন । অধিবেশনের প্রথমদিন সংসদে মাকে নিয়ে যান তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী । মায়ের সঙ্গে একটি ছবিও তোলেন । পরে সেটি পোস্ট করেন সোশাল মিডিয়ায় । ছবির ক্যাপশনে লেখেন "সংসদ অধিবেশনের প্রথমদিনে মায়ের সঙ্গে"।
মঙ্গলবার লোকসভায় পশু সুরক্ষা নিয়ে সরব হয়েছিলেন মিমি । পশু নির্যাতন বন্ধ করতে নতুন আইন তৈরির দাবি জানিয়েছেন তিনি । এমনকী, রাস্তার কুকুরদের উপর হওয়া নির্যাতন বন্ধ করতে সঠিক আইন পাশ করানোর পক্ষেও বক্তব্য রেখেছিলেন । বলেন, "রাস্তার কুকুরদের জন্য সঠিক কোনও আইন নেই । যে আইন রয়েছে তার আওতায় রাস্তার কুকুরদের সঠিক সাহায্যের কথা বলা হয়নি । এছাড়া হোটেলের নিরাপত্তার জন্য যে সব কুকুর রাখা হয় তাদেরও সঠিকভাবে দেখভাল করা হয় না ।" এইধরনের একাধিক বিষয় নিয়ে সরব হয়েছিলেন তিনি ।