কলকাতা : রাত পোহালেই বড়দিন । আর বড়দিন মানেই কেক । কেক ছাড়া বড়দিন কেমন যেন ফিকে । তাই এখন প্রায় প্রতিটি বাড়িতেই কেক তৈরির হিড়িক পড়ে গেছে । আর হিড়িকে গা ভাসাতে বাদ যাননি তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী । তাঁর বাড়িতেও ইতিমধ্যেই তৈরি করা হয়েছে কেক । মায়ের সঙ্গে আবার সেই কেক তৈরি করেছেন মিমি । নিজের ইউটিউব চ্যানেলে সেই ভিডিয়ো শেয়ারও করেছেন ।
তবে এটাই প্রথমবার নয় । সেই ছোটো থেকেই মিমির বাড়িতে বড়দিনের আগে কেক তৈরির একটা প্রচলন ছিল । আর সেই রীতি এখনও ধরে রেখেন তাঁর মা । আগে অনেক বাড়িতেই কেক তৈরি করা হত কেক ওভেনে । কিন্তু, যুগের সঙ্গে তাল মিলিয়ে রান্নাঘরে ঠাঁই পেয়েছে মাইক্রোওভেন । মিমির বাড়ির রান্নাঘরেও তা রয়েছে । তা সত্ত্বেও মাইক্রোওভেনের পরিবর্তে পুরোনো কেকওভেনেই কেক তৈরি করতে বিশ্বাসী তাঁর মা । এই সব কথাই ওই ভিডিয়োতে শেয়ার করেন অভিনেত্রী ও সাংসদ ।