পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফ্যানদের হার্বাল টি খাওয়ার পরামর্শ মিমির - immunity power

সম্প্রতি হার্বাল টি তৈরির রেসিপি ফ্যানদের সঙ্গে শেয়ার করেন মিমি চক্রবর্তী । এই চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে । আর সেই কারণেই ফ্যানদের এই চা খাওয়ার পরামর্শ দেন ।

ংমন
ংম

By

Published : Mar 26, 2020, 3:19 PM IST

কলকাতা : কিছুদিন আগেই শুটিংয়ের কাজ অসমাপ্ত রেখে লন্ডন থেকে দেশে ফেরেন মিমি চক্রবর্তী । এখন কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি । নিজের ঘর থেকেও বের হচ্ছেন না । এমনকী, পরিবারের সদস্যদেরও নিজের কাছে ঘেঁষতে দিচ্ছেন না তিনি । ঘরে বসেই সামলাচ্ছেন নিজের লোকসভা কেন্দ্রের কাজ । কেন্দ্রে মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি করেন তিনি । এমনকী, কোরোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতনও করেন । আর এতকিছুর মাঝে নিজের স্বাস্থ্যের খেয়ালও রাখতে হচ্ছে তাঁকে । তার একটি উপায়ও বাতলে ফেলেছেন মিমি । ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে তা ফ্যানদের সঙ্গে শেয়ার করেন ।

কোরোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে গেলে প্রয়োজন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো । তার জন্য একের পর এক রেসিপি বের করেছেন মিমি । সম্প্রতি হার্বাল টি তৈরির রেসিপি ফ্যানদের সঙ্গে শেয়ার করেন । এই চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে । আর সেই কারণেই ফ্যানদের এই চা খাওয়ার পরামর্শ দেন ।

কোয়ারেন্টাইনে থাকার জন্য বাড়ির রান্নাঘরেও ঢুকছেন না মিমি । তাই বাইরে থেকেই সব জিনিস কিনে নিয়ে এসেই চা বানান তিনি । কি কি উপকরণ দিয়ে চা তৈরি হবে সেটাও ভিডিয়োতে বলেন । এমনকী, ভিডিয়োর ক্যাপশনেও সব উল্লেখ করেন ।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সবার মতোই চিন্তিত মিমি । কোরোনা মোকাবিলায় বাড়িতে রয়েছেন সবাই । আর সবাইকে বাড়িতে থাকার পরামর্শও দেওয়া হয় বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পথ কুকুরদের নিয়েও চিন্তা প্রকাশ করেছিলেন তিনি ।খাবার দিয়ে তাদের সাহায্য করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেন ।

কাজের দিক থেকে 'বাজি' ছবির শুটিং করছিলেন মিমি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় আপাতত শুটিং অসমাপ্ত রেখেই লন্ডন থেকে দেশে ফেরেন তিনি । ছবিতে জিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এছাড়া 'ড্রাকুলার স্যার'-এর মতো ছবিও রয়েছে মিমির হাতে । সেখানে অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details