কলকাতা : লকডাউন হোক বা কোনও প্রাকৃতিক দুর্যোগ, যে কোনও প্রতিকূল পরিস্থিতিতেই এগিয়ে এসেছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী । লকডাউনের মাঝে নিজের লোকসভা এলাকার বাসিন্দাকে সাহায্য করেছিলেন তিনি । আমফানের সময়ও ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের খোঁজ নিয়েছিলেন । এমনকী এলাকা পরিদর্শনেও গিয়েছিলেন । আর এবার বিশেষভাবে সক্ষম এক যুবককে সাহায্যের আশ্বাস দিলেন তিনি ।
নন্দ জানা নামে বিশেষভাবে সক্ষম এক যুবক টুইটারে মিমির কাছে আবেদন জানিয়েছিলেন যে, “দিদি আমার প্রণাম নেবেন । দিদি আমি একজন প্রতিবন্ধী । দিদি আমাকে একটু সাহায্য করুন । দিদি আপনাদের কাছে আমি টাকা চাইছি না । দিদি আমার পা গুলো একটু দেখুন । দিদি আমাকে সাহায্য করুন প্লিজ় ।"
আর এই আবেদন চোখে পড়তেই সঙ্গে সঙ্গে তার উত্তর দেন মিমি । ওই যুবককে সাহায্যের আশ্বাসও দেন তিনি । লেখেন, "নিশ্চয় করব । তোমার ফোন নম্বরটা মেসেজ করো ।"