কলকাতা : নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করার পর একের পর এক গান উপহার দিয়েছেন মিমি চক্রবর্তী । এর আগে তাঁর গাওয়া প্রত্যেকটা গানেই ছিল পাশ্চাত্য সংগীতের ছোঁয়া, কথা ছিল হিন্দি ভাষায় লেখা । তবে এবার কবিগুরুর আশ্রয় নিলেন অভিনেত্রী ।
'আমারও পরাণ যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো...' রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানেই নিজেকে সমর্পণ করেছেন মিমি । প্রকৃতি, প্রেম, পৃথিবী সবকিছুর মধ্য়ে নিজেকে বিলীন করে দিলেন তিনি ।