পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লকডাউনের পর মিমির প্রথম আউটডোর শুট, কণ্ঠে কবিগুরুর গান - মিমি চক্রবর্তীর খবর

লকডাউনের পর শুটে ফিরলেন মিমি চক্রবর্তী । আউটডোরে শুট করলেন মিউজ়িক ভিডিয়ো । তাঁর কণ্ঠে কবিগুরুর গান ।

Mimi Chakrabarty rabindra sangeet
Mimi Chakrabarty rabindra sangeet

By

Published : Jun 12, 2020, 12:35 PM IST

কলকাতা : নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করার পর একের পর এক গান উপহার দিয়েছেন মিমি চক্রবর্তী । এর আগে তাঁর গাওয়া প্রত্যেকটা গানেই ছিল পাশ্চাত্য সংগীতের ছোঁয়া, কথা ছিল হিন্দি ভাষায় লেখা । তবে এবার কবিগুরুর আশ্রয় নিলেন অভিনেত্রী ।

'আমারও পরাণ যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো...' রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানেই নিজেকে সমর্পণ করেছেন মিমি । প্রকৃতি, প্রেম, পৃথিবী সবকিছুর মধ্য়ে নিজেকে বিলীন করে দিলেন তিনি ।

.

লকডাউন উঠে যাওয়ার পরই মিমি এই আউটডোর শুট করেছেন । তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি লকডাউন ওঠার এত অল্প সময়ের মধ্যে শুটে ফিরলেন । রাজারহাটের কোরোনা মুক্ত এলাকায় মাত্র 10 জন ক্রু মেম্বার নিয়ে পুরো শুটিংটা সেরেছেন তিনি ।

কালো শাড়ি, হালকা মেকআপ আর এথনিক গয়নায় মিমি যেন সেই 'গানের ওপারে'-র পুপে হয়ে উঠলেন । দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details