দিল্লি : রিপ্রেজ়েন্টেটিভ অফ পিপল, মানুষের প্রতিনিধি হওয়া একটা কঠিন দায়িত্ব। ক্যারিয়ারের মধ্য গগনে থাকাকালীন এই গুরুদায়িত্ব নিয়েছেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। একদিকে অভিনেত্রী, অন্যদিকে MP - এই দুই ভূমিকা একসঙ্গে পালন করা মুখের কথা নয়। তাই বলা যায়, মিমি-নুসরত দু'জনেই শুরু করতে চলেছেন জীবনের এক কঠিন অধ্যায়।
শপথ গ্রহণের ভিডিয়ো শেয়ার করলেন মিমি-নুসরত - মেম্বার অফ পার্লামেন্ট
২০১৯ সালের লোকসভা নির্বাচনের বিজয়ী প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। প্রথমজন যাদবপুর কেন্দ্র থেকে ও অন্যজন বসিরহাট কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। আজ তাঁরা নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শপথ গ্রহণের ভিডিয়ো শেয়ার করলেন।
মিমি চক্রবর্তী
নুসরত শপথ গ্রহণের ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, "নতুন যাত্রা শুরু করতে চলেছি। ঈশ্বর ও আপনাদের আশীর্বাদ চাই। এই দেশের প্রতি আমার দায়িত্ব পালন করতে কোনও খামতি রাখব না আমি।"
অন্যদিকে মিমি ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, "লাইফ টাইম অভিজ্ঞতা। দিদি ও আমার যাদবপুরকে অনেক ধন্যবাদ।"