পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভালে বেস্ট স্ক্রিনপ্লে পেল 'মহালয়া' - jissue

৯তম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভালে সেরা স্ক্রিন প্লের পুরস্কার পেল সমীক সেন পরিচালিত 'মহালয়া' ছবিটি।

ফাইল ফোটো

By

Published : May 8, 2019, 12:06 PM IST

কলকাতা : বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। নামটার সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে আছে বাঙালি। আর তাঁকে নিয়ে তৈরি ছবি এবার সেরার সেরা স্ক্রিন প্লে পুরস্কারটি জিতে নিল দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভালে।

পরিচালক সমীক সেনের প্রথম বাংলা ছবি 'মহালয়া'। ছবিটি মহালয়ার একটা দিনকে কেন্দ্র করে। যে বছর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিবর্তে মহানায়ক উত্তম কুমারকে দিয়ে মহালয়া পাঠ করানো হয়। সেই ছোটো কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনাকেই পরদায় তুলে ধরেছিলেন সীমক।

ছবিতে বীরেন্দ্রকৃষ্ণর ভদ্রের চরিত্রে অভিনয় করেছেন শুভাশিস মুখার্জি। উত্তমকুমারের ভূমিকায় জিশু সেনগুপ্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় প্রসেনজিৎ চ্যাটার্জিকে। এছাড়াও আছেন শুভময় চ্যাটার্জি।

ছবির চিত্রনাট্য লিখেছেন সমীক নিজে। সংগীত দেন দেবজ্যোতি মিশ্রর। ২০১৮ সালে প্রসেনজিৎ চ্যাটার্জির প্রযোজনা সংস্থা ঘোষণা করেছিল একাধিক ছবি বাংলায় নিয়ে আসার। সেই তালিকার মধ্য়েই অন্যতম এই ছবি। প্রসেনজিৎ চ্যাটার্জির প্রযোজনা সংস্থা এনআইজিয়াজ়ের প্রযোজনায় আগামী ১ মার্চ মুক্তি পায় ছবিটি। ছবিটি পুরস্কারের সঙ্গে পেয়েছে প্রশংসাও।

ABOUT THE AUTHOR

...view details