মুম্বই, 27 মার্চ:তৃতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী লিজ়া হেডেন ৷ বিকিনি পরে নিজের বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি ৷ মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ছবি ৷
লিজ়া যে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে সমুদ্রসৈকতে রিল্যাক্সিং মুডে রয়েছেন তিনি ৷ কমলা রঙের বিকিনি পরে সৈকতে অলস সময় কাটাচ্ছেন লিজ়া ৷
আর একটি ছবিও পোস্ট করেছেন লিজ়া ৷ সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "আমার হাবি এই ছবিটি তুলেছেন ৷"