কলকাতা : অঝোর ধারায় পড়ছে বৃষ্টি। এই বৃষ্টি আমার আপনার খুবই চেনা। খুবই আপন। ফেলে আসা একটা সময়ের কথা বলে এই বৃষ্টি। যা এখন হয়তো অনেকটাই অধরা। তেমনই ফেলে আসা অধরা সময়কে মনে করিয়ে দিল 'কণ্ঠ' ছবির সদ্য মুক্তিপ্রাপ্ত নতুন গান 'সবাই চুপ'। গানটি গেয়েছেন সাহানা বাজপেয়ী। অসম্ভব সুন্দর গানের কথা এবং সাহানার কণ্ঠ 'কণ্ঠ'র এই গানকে আলাদা মাত্রা এনে দিয়েছে।
কলেজ জীবনের নির্ভেজাল ভালোবাসাকে মনে করাল 'সবাই চুপ'
ময়দানে বৃষ্টির দিনের প্রেমও যে মনে করিয়ে দেবে এই গান। আবার ভেজা ঘাসে পা ভিজিয়ে প্রিন্সেপ ঘাটে হাঁটার স্মৃতিও উসকে দিচ্ছে গানটি।
গানের দৃশ্য
সরস্বতী পুজোর সময় আড় চোখে তাকানো, প্রিয়তমার মুখের দিকে চেয়ে থাকা, ঢাকুরিয়া লেকের সেই বটগাছ আর প্রেমিকের কাঁধ, বৃষ্টি ভেজা বিকেলে বটগাছের নিচে বসে নিশ্চিন্ত আঁকড়ে থাকা সেই স্পর্শকে হঠাৎই মনে পড়ে যাবে 'সবাই চুপ' গানের ভিডিয়োটি দেখলে। ময়দানে বৃষ্টির দিনের প্রেমও যে মনে করিয়ে দেবে এই গান। আবার ভেজা ঘাসে পা ভিজিয়ে প্রিন্সেপ ঘাটে হাঁটার স্মৃতিও উসকে দিচ্ছে গানটি।