কলকাতা : 25 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার সম্মান জানানো হল নাট্যব্যক্তিত্বদের । একতারা মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল এই অনুষ্ঠান । অনুষ্ঠানটির নাম 'ডানা' । সম্মান জানানো হয় সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মনোজ মিত্র, বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়কে । এছাড়া বাংলাদেশের নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ও অরুণ মুখোপাধ্যায়কে সম্মানিত করা হয় । ছিলেন সোহিনী সেনগুপ্ত ও পরমব্রত চট্টোপাধ্যায় ।
থিয়েটার ও সিনেমাকে যে এক মঞ্চে নিয়ে আসা হয়েছে আর নাট্যব্যক্তিত্বদের যে সম্মানিত করা হচ্ছে সেই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন তারকারা । এ প্রসঙ্গে সাথীলেখা সেনগুপ্ত বলেন, "আমার খুব আনন্দ লাগছে যে থিয়েটার ও সিনেমার দুই জগতকে একই মঞ্চে নিয়ে আসা হয়েছে ।" পাশাপাশি প্রথমবার সরকারিভাবে স্বীকৃতি পেয়ে কৃতজ্ঞ অশোক মুখোপাধ্যায় ।
1985 সালে রুদ্রপ্রসাদ সেনগুপ্তর নান্দীকার উৎসবের অঙ্গ হিসেবে এদেশে এসে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে নাটক মঞ্চস্থ করেছিলেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু । তখন থেকেই এঁদের সঙ্গে তাঁর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েযে বলে জানিয়েছেন ।