পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত নাট্যব্যক্তিত্বরা

সম্মান জানানো হয় সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মনোজ মিত্র, বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়কে । এছাড়া বাংলাদেশের নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ও অরুণ মুখোপাধ্যায়কে সম্মানিত করা হয় ।

fdg

By

Published : Nov 13, 2019, 6:18 PM IST

কলকাতা : 25 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার সম্মান জানানো হল নাট্যব্যক্তিত্বদের । একতারা মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল এই অনুষ্ঠান । অনুষ্ঠানটির নাম 'ডানা' । সম্মান জানানো হয় সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মনোজ মিত্র, বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়কে । এছাড়া বাংলাদেশের নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ও অরুণ মুখোপাধ্যায়কে সম্মানিত করা হয় । ছিলেন সোহিনী সেনগুপ্ত ও পরমব্রত চট্টোপাধ্যায় ।

থিয়েটার ও সিনেমাকে যে এক মঞ্চে নিয়ে আসা হয়েছে আর নাট্যব্যক্তিত্বদের যে সম্মানিত করা হচ্ছে সেই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন তারকারা । এ প্রসঙ্গে সাথীলেখা সেনগুপ্ত বলেন, "আমার খুব আনন্দ লাগছে যে থিয়েটার ও সিনেমার দুই জগতকে একই মঞ্চে নিয়ে আসা হয়েছে ।" পাশাপাশি প্রথমবার সরকারিভাবে স্বীকৃতি পেয়ে কৃতজ্ঞ অশোক মুখোপাধ্যায় ।

1985 সালে রুদ্রপ্রসাদ সেনগুপ্তর নান্দীকার উৎসবের অঙ্গ হিসেবে এদেশে এসে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে নাটক মঞ্চস্থ করেছিলেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু । তখন থেকেই এঁদের সঙ্গে তাঁর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েযে বলে জানিয়েছেন ।

অরুণ মুখার্জি বলেন, "পরশুরাম ছবিতে জাতীয় পুরস্কার পাওয়ার পর অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমি আর ছবি করছি না কেন ? বলেছিলাম আমাকে তো কেউ ডাকে না । নাটক আর সিনেমা যে একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে সেটা যে চলচ্চিত্র উৎসবের কমিটি বুঝেছেন তার জন্য তাঁদের ধন্যবাদ ।"

রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলেন, "থিয়েটারকে জনপ্রিয় করতে পারলে অনেক লোকের অন্নসংস্থান হত । অনেকের স্বপ্নপূরণ হতে পারত । এই মঞ্চে দাঁড়িয়ে আশা করব যে ভবিষ্যতে এমন একদিন আসবে যখন থিয়েটার তার প্রকৃত মর্যাদা পাবে ।"

সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, "আমি এই দুয়ের মধ্যে কাজের দিক থেকে কখনওই তফাত করতে পারিনি । শিশু বয়স থেকে নাটক করে আসছি, তখন তো সিনেমা করার তেমন কোনও সুযোগ ছিল না । দর্শকদের কাছে অনুরোধ কোনওটার সম্বন্ধেই গোঁড়ামি করবেন না ।"

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details