কলকাতা : প্রথমবার হিন্দি ছবি পরিচালনা করতে চলেছেন কৌশিক গাঙ্গুলি । ছবির নাম 'মনোহর পান্ডে'। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি । আজ থেকে কলকাতায় শুরু হল শুটিং ।
এই ছবির মুখ্যচরিত্রে দেখা যাবে রঘুবীর যাদব, সৌরভ শুক্ল ও সুপ্রিয়া পাঠককে । ছবিটি প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস ।
আজ থেকে কলকাতায় শুরু হয়েছে এই ছবির শুটিং । কুমোরটুলি দিয়েই এই ছবির শুটিং হয়েছে বলে জানা গিয়েছে । এই ছবি প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধঝ্যমকে সাক্ষাৎকারে সৌরভ বলেন, "যেখানে মূর্তি তৈরি করা হয় সেই এলাকা দিয়েই আমরা শুটিং শুরু করলাম । এর আগে একাধিক হিন্দি ছবির জন্য কলকাতায় শুটিং করেছি । তবে এই প্রথমবার কলকাতার কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছি । আর কৌশিকের সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে । তবে ছবির চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে পারব না । শুধু এইটুকু বলতে পারি যে চরিত্রটি খুবই ভালো । রঘু ভাইও এই মুহূর্তে কলকাতায় রয়েছে । আর দু'দিনের মধ্যে সুপ্রিয়াজি আমাদের সঙ্গে যোগ দেবেন ।"
কলকাতার একটি বিলাসবহুল হোটেলে রয়েছেন সৌরভসহ ছবির অন্য কলাকুশলীরা । আর কলকাতায় খুবই ভালো লাগছে বলে জানিয়েছেন তিনি । ভবানীপুরের একটি টেবিল টেনিস ক্লাবে গিয়ে খেলতেও দেখা গিয়েছে তাঁকে । এছাড়া কলকাতায় আসার পর থেকে জমিয়ে বাঙালি খাবারও খাচ্ছেন তিনি ।
এ প্রসঙ্গে সৌরভ বলেন, "কলকাতা আমার আরও একটা বাড়ির মতোই । এই শহর ও শহরবাসীকে আমার খুবই ভালো লাগে । এখানকার খাবার খুবই ভালো । আমাকে ছোলার ডাল, রুই মছের কালিয়া, ভেটকি মাছের পাতুরি, টমেটোর চাটনি খেতে দেওয়া হয়েছিল ।"