পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমরা তাহলে হেরে গেলাম ?", প্রশ্ন কবীর সুমনের - কবীর সুমন

আজ একটি জনপ্রিয় রেডিয়ো চ্যানেল থেকে ফোন করা হয় কবীর সুমনকে । একটি বিষয়ে তারা মত চান সুমনের । কী বিষয় ? চ্যানেল থেকে জানানো হয় সেগমেন্টের নাম, 'বাংলা ভালো বাসাও নয়, ভালো ভাষাও নয়' । এই নিয়ে সংগীতশিল্পী সুমনের মতামত চাওয়া হয় । তবে উত্তর দেওয়ার আগেই চমকে ওঠেন সুমন । এরকম একটা বিষয়ে যে কেউ তাঁকে প্রশ্ন করতে পারে, তা কোনওদিন ভাবেননি তিনি । সোশাল মিডিয়ার মাধ্যমে সুমনের প্রশ্ন "আমরা তাহলে হেরে গেলাম ?"

Kabir Suman angry. Kabir Suman on International mother toungue day
Kabir Suman angry. Kabir Suman on International mother toungue day

By

Published : Feb 20, 2020, 11:18 PM IST

Updated : Feb 21, 2020, 12:02 PM IST

কলকাতা : চিরকালের গর্বিত বাঙালি কবীর সুমন । বাংলায় কথা বলেছেন, গেয়েছেন, গান রচনা করেছেন, সুর দিয়েছেন..তাঁর জীবন জুড়ে বাংলা ভাষার এক বিশাল অস্তিত্ব । তাই হঠাৎ করে যখন তাঁকে বাংলার প্রতি অবমাননাকর একটি বিষয়ে মত দিতে বলা হয়, মেজাজ হারান সুমন ।

রেডিয়ো চ্যানেলের সেগমেন্টটির নাম 'বাংলা ভালো ভাষাও নয়, ভালোবাসাও নয়, '..অর্থাৎ বাংলা থাকার জন্যেও ভালো নয়, বলার জন্যেও ভালো নয় । কবীর সুমন ছাড়া আরও অনেক বাঙালি সেলেব্রিটির থেকেই বাইট নিয়েছে সেই চ্যানেল, সুমন নিজেই জানালেন সে কথা । আর সেখানেই তাঁর আপত্তি ।

কবীরকে বলতে শোনা গেল, "আমরা রয়েছি শহর কলকাতায়, যেটা সংস্কৃতির প্রাণকেন্দ্র, যে শহর বাংলা বাংলা করেই গেল, সব বিরাট বিরাট বাঙালি এখানে জন্মেছেন এখনও জন্মাচ্ছেন.." সেই শহরে এমন একটা বিষয়ে বিতর্ক তৈরি হচ্ছে কী করে ? প্রশ্ন সুমনের ।

আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । একটি অনুষ্ঠানে গাইবেন বলে বাংলায় খেয়াল রেওয়াজ করছিলেন সুমন । সকালে বাহার রাগে একটা বাংলা খেয়াল গানও লিখেছেন তিনি । তবে মাঝপথে এই ফোনটা এসেই সব গোলমাল হয়ে গেল যেন । যারা এতদিন বাংলা ভাষাকে নিয়ে বেঁচেছে, তারা কি তাহলে হেরে গেল ? প্রশ্ন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পীর ।

সোশাল মিডিয়ার মাধ্যমে নিজের বক্তব্য রেখেছেন সুমন । দেখে নিন সেই পোস্ট...


Last Updated : Feb 21, 2020, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details