কলকাতা, 19 মে: করোনার সংকটে আবারও মানুষের পাশে এসে দাঁড়ালেন টলিউডের তারকারা ৷ 87 নম্বর ওয়ার্ডের লেক মলের পাশে সরদার শংকর রোড বাণীচক্রের বাড়িতে শুরু হল আরও একটি সেফ হোম । এটি তৈরিতে এগিয়ে এলেন অভিনেতা যিশু সেনগুপ্ত, অভিনেতা ও সুরকার ইন্দ্রজিত দাশগুপ্ত, দেবলীনা কুমার । স্থানীয় বিধায়ক ও কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমারের সহযোগিতায় এবং যিশু, ইন্দ্রজিত ও দেবলীনার উদ্যোগে আজ থেকে শুরু হল নতুন সেফ হোম । শুধুমাত্র রাসবিহারী কেন্দ্র নয়, কলকাতার যে কোনও এলাকার মানুষ এই সেফ হোমে থাকতে পারবেন ।
তিন তলা এই বাড়িটির সম্পূর্ণটা নিয়েই সেফ হোম তৈরি করা হয়েছে । মোট 25টি বেড থাকছে এই সেফহোমে । যার মধ্যে সম্পূর্ণ আইসোলেশনে থাকছে পাঁচটি বেড । যাদের টেস্ট হয়েছে, কিন্তু এখনও করোনা পজিটিভ রিপোর্ট আসেনি অথচ উপসর্গ রয়েছে, তাঁদেরকে এই আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে । এবং যাঁরা করোনায় আক্রান্ত হয়ে আসছেন, তাঁদের জন্য অন্যান্য বেডগুলি রাখা হয়েছে ।
আরও পড়ুন:সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা শ্রীলেখা-অনীকের
এই সেফ হোমে 24 ঘণ্টা অক্সিজেন সরবরাহ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে । সেই সঙ্গেই 24 ঘণ্টা থাকবে ডাক্তার ও প্রশিক্ষিত নার্স । প্রয়োজন পড়লে স্পেশালিস্ট ডাক্তাররা আসবেন রোগীদের চিকিৎসা করতে । দেবাশিস কুমার জানিয়েছেন, কোনও রোগীর অবস্থা যদি আশঙ্কাজনক হয়ে পড়ে, তাহলে তাঁকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হবে । পাশাপাশি রামকৃষ্ণ মিশনের সঙ্গেও কথা হয়েছে ৷ প্রয়োজনে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে রোগীদের ভর্তি করা হবে । এই সেফ হোমে রান্নার ব্যবস্থা রয়েছে । সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকছে এখানে । দেবাশিস কুমার জানিয়েছেন, ডাক্তারদের পরামর্শ অনুসারে ডায়েট চার্ট মেনে রোগীদের খাবার দেওয়া হবে । এই সেফ হোমে যাবতীয় খরচ বহন করবেন অভিনেতা যিশু সেনগুপ্ত, সুরকার ইন্দ্রজিৎ দাশগুপ্ত ও দেবলীনা কুমার ।
যিশু বললেন, "যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মনে হয়েছিল এ রকম কিছু একটা করা প্রয়োজন । এরপরই দেবাশিস কুমারের সঙ্গে যোগাযোগ করি । তাঁর সহযোগিতাতেই আজকে এই সেফ হোম করতে পেরেছি । এই সেফ হোম শুরু করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে । আগামী দিনে অনেক সমস্যা আসবে । তবে ডাক্তারের পরামর্শ অনুসারে ও রাজ্য সরকারের প্রোটোকল মেনে চিকিৎসা করা হবে । যাঁরা এই সেফ হোমে থাকবেন তাঁদেরকে করোনার চিকিৎসার জন্য যাবতীয় ওষুধপত্রও দেওয়া হবে ।"