কলকাতা : বিরাট-অনুষ্কার অনুরোধে সোশাল মিডিয়ায় এখনও অবধি তাঁদের কন্যা ভামিকার ছবি ছড়ায়নি । পাপারাৎজ়ি থেকে শুরু করে তাঁদের পরিচিত কেউই সদ্যোজাতর ছবি দেননি সোশাল মিডিয়ায় । তাই ফোটোশপ করেই কাজ চালাচ্ছেন অনেকে ।
এর আগেও অনুষ্কার কোলে অন্য একটি বাচ্চার ছবি দিয়ে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল । বিশেষ করে ইউটিউব ভিডিয়োর থাম্বনেলের জন্য এই ধরনের কারসাজি করে থাকেন ক্রিয়েটররা । ভিডিয়োর ভিউ বাড়ানোর জন্যই এতকিছু ।
তবে এটা যেন মাত্রা ছাড়িয়ে গেল । বিরাটের কোলে একেবারে রাজ-শুভশ্রীর ছেলে ইউভানকে বসিয়ে দেওয়া হয়েছে এক সাম্প্রতিক ভিডিয়োর থাম্বনেলে । 'বলিউড সিটি' নামে এক ইউটিউব চ্যানেলের কাজ এটি ।
ভামিকাকে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা কী কী উপহার দিয়েছে, তা নিয়ে ভিডিয়োটি তৈরি করেছে 'বলিউড সিটি' । ছোটো ভিডিয়োতে রয়েছে বীরেন্দ্র সহবাগ থেকে শুরু করে ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেট তারকাদের দেওয়া উপহারের কথা । যদিও এইসব তথ্যের সত্যতা কতটুকু তা জানা নেই ।
সে যাই হোক, গোলটা বেঁধেছে থাম্বনেলে । সেখানে রাজের বদলে ফোটোশপ করে বসিয়ে দেওয়া হয়েছে বিরাটের মুখ । যেন ইউভানই আসলে ভামিকা । তবে জনপ্রিয় ইউভানের মুখ অনেকের চেনা । তাই ভুলটা ধরতে একটুও সময় লাগেনি ।