পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অনুষ্কার হাতে অভিনয়ে অভিষেক ইরফান-পুত্র বাবিলের, থাকছেন স্বস্তিকাও - বাবিল খান

অনুষ্কা শর্মার হাত ধরে অভিনয়ে অভিষেক ঘটতে চলেছে ইরফান খানের পুত্র বাবিল খানের ৷ নেটফ্লিক্সের ফিল্ম কালাতে থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও ৷

irrfan-khans-son-babil-to-make-acting-debut-in-netflix-film-qala-produced-by-anushka-sharma-swastika-mukherjee-also-acting
অনুষ্কার হাতে অভিনয়ে অভিষেক ইরফান-পুত্র বাবিলের, থাকছেন স্বস্তিকাও

By

Published : Apr 18, 2021, 5:05 PM IST

Updated : Apr 18, 2021, 6:07 PM IST

মুম্বই, 18 এপ্রিল:এ বার অভিনয়ে অভিষেক হতে চলেছে প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানের ৷ নেটফ্লিক্সের ছবি 'কালা'-তে শ্যুটিং শুরু করেছেন তিনি ৷ এই ফিল্মের প্রযোজক অনুষ্কা শর্মার 'ক্লিন স্লেট ফিল্মস' ৷ ফিল্মের ফার্স্ট লুক ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন বাবিল ৷ যা দর্শকদের যথেষ্ট নজর কেড়েছে ৷ এই ফিল্মে রয়েছেন বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷

বুলবুলের পরিচালক অনভিতা দত্ত কালার পরিচালনা করছেন ৷ এই ফিল্মের মুখ্য মহিলা চরিত্রে দেখা যাবে বুলবুলের নায়িকা তৃপ্তি ডিমরিকে ৷ এই ছবি মূলত নারীকেন্দ্রিক ৷ ছবির ফার্স্ট লুক ভিডিয়োতে শ্যুটিং-এর নানা দৃশ্য দেখা গিয়েছে ৷ ভিডিয়োটি পোস্ট করে বাবিল লিখেছেন, "তৃপ্তি ডিমরি ফিরে এসেছে ৷ (আর আমিও আছি খানিকটা) যদিও ফিল্মে আমাকে ‘লঞ্চ’ করা হচ্ছে, এ রকম কথা বলতে আমি বিশ্বাসী নই । দর্শক ছবি দেখার পরেই সেটা বিচার করবেন । কালা আসছে তার লড়াইয়ের গল্প শোনাতে । তার মায়ের মনে জায়গা করে নেওয়ার এই লড়াই ৷"

আরও পড়ুন:স্বস্তিকার মুখে রামনাম ! তিনিও যাচ্ছেন বিজেপিতে ?

লন্ডনে বাবিল খান ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন ৷ ইরফান খানের রক্ত অভিনয় জগতে কতটা ছাপ ফেলতে পারেন, সে দিকে নজর সিনেপ্রেমীদের ৷

Last Updated : Apr 18, 2021, 6:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details