কলকাতা, 16 নভেম্বর : বিক্রম ঘোষ (Bickram Ghosh) কখনও তাঁর ছবির জন্য মিউজিক না-করলে সেই কাজ করবেন সুরকার জয় সরকার (Joy Sarkar)। মিউজিক ভিডিয়ো রিলিজ অনুষ্ঠানের মঞ্চে সর্বসমক্ষে জানালেন অরিন্দম শীল (Arindam Sil)।
সম্প্রতি সঙ্গীতশিল্পী শুভ্রা পালের কণ্ঠে হাজির হয়েছে নতুন মিউজিক ভিডিয়ো অ্যালবাম 'ম্যায় হীর বে'। পাঞ্জাবি গান । স্বামী সেনানায়ক । কর্মসূত্রে দীর্ঘদিন বাড়ির বাইরে । তাঁর বিরহে কাতর স্ত্রী রোজ স্বপ্ন দেখে স্বামী ঘরে ফিরেছে । গানের শেষে বাড়িতে ফেরে সে । গানের সঙ্গে সামঞ্জস্য রেখে গল্প বুনেছেন অরিন্দম শীল । ভিডিয়োর ডিরেকশনও তিনিই দিয়েছেন ।
বেশ কয়েকদিন হল, ছবি বানানোর পাশাপাশি মিউজিক ভিডিয়ো অ্যালবামেও মন দিয়েছেন অরিন্দম শীল । প্রখ্যাত সঙ্গীতশিল্পী হরিহরণের কণ্ঠে ছটি গানের পর পর শুট করেছেন পরিচালক । আর এ বার হিন্দুস্থানী ক্ল্যাসিক্যাল শিল্পী শুভ্রা পালের গানের ভিডিয়োর ডিরেকশন দিলেন তিনি । শুভ্রার গানের তিনি ভূয়সী প্রশংসা করেছেন । বলেন, অদ্ভুত মাদকতা আছে শুভ্রার গানে । এই প্রসঙ্গে তিনি আরও একজনের প্রশংসা করেন, তিনি হলেন সুরকার জয় সুরকার । তাঁর মিউজিকের অন্ধভক্ত অরিন্দম শীল । বর্তমানে অধিকাংশ বাংলা ছবিতেই রয়েছে জয় সরকারের সুরের ছোঁয়া । আর তাই তাঁর সুরের প্রেমে মজেছেন তিনিও, সাফ জানালেন মঞ্চেই ।
আরও পড়ুন:Main Heer Ve: শুভ্রা পালের মিউজিক ভিডিয়ো লঞ্চে চাঁদের হাট