পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Arindam Sil : বিক্রম মিউজিক না করলে কে, বিকল্প সুরকারের নাম জানিয়ে দিলেন অরিন্দম - জয় সরকার

বিক্রম ঘোষ (Bickram Ghosh) কখনও আমার ছবির সঙ্গীত পরিচালনা না-করলে তা করবেন জয় সরকার (Joy Sarkar)৷ এ কথা জানিয়ে দিলেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)৷

if-bickram-ghosh-does-not-create-music-for-my-film-joy-sarkar-will-do-it-said-arindam-sil
বিক্রম কখনও আমার ছবির মিউজিক না-করলে করবে জয় সরকার: অরিন্দম শীল

By

Published : Nov 16, 2021, 9:45 PM IST

কলকাতা, 16 নভেম্বর : বিক্রম ঘোষ (Bickram Ghosh) কখনও তাঁর ছবির জন্য মিউজিক না-করলে সেই কাজ করবেন সুরকার জয় সরকার (Joy Sarkar)। মিউজিক ভিডিয়ো রিলিজ অনুষ্ঠানের মঞ্চে সর্বসমক্ষে জানালেন অরিন্দম শীল (Arindam Sil)।

সম্প্রতি সঙ্গীতশিল্পী শুভ্রা পালের কণ্ঠে হাজির হয়েছে নতুন মিউজিক ভিডিয়ো অ্যালবাম 'ম্যায় হীর বে'। পাঞ্জাবি গান । স্বামী সেনানায়ক । কর্মসূত্রে দীর্ঘদিন বাড়ির বাইরে । তাঁর বিরহে কাতর স্ত্রী রোজ স্বপ্ন দেখে স্বামী ঘরে ফিরেছে । গানের শেষে বাড়িতে ফেরে সে । গানের সঙ্গে সামঞ্জস্য রেখে গল্প বুনেছেন অরিন্দম শীল । ভিডিয়োর ডিরেকশনও তিনিই দিয়েছেন ।

বেশ কয়েকদিন হল, ছবি বানানোর পাশাপাশি মিউজিক ভিডিয়ো অ্যালবামেও মন দিয়েছেন অরিন্দম শীল । প্রখ্যাত সঙ্গীতশিল্পী হরিহরণের কণ্ঠে ছটি গানের পর পর শুট করেছেন পরিচালক । আর এ বার হিন্দুস্থানী ক্ল্যাসিক্যাল শিল্পী শুভ্রা পালের গানের ভিডিয়োর ডিরেকশন দিলেন তিনি । শুভ্রার গানের তিনি ভূয়সী প্রশংসা করেছেন । বলেন, অদ্ভুত মাদকতা আছে শুভ্রার গানে । এই প্রসঙ্গে তিনি আরও একজনের প্রশংসা করেন, তিনি হলেন সুরকার জয় সুরকার । তাঁর মিউজিকের অন্ধভক্ত অরিন্দম শীল । বর্তমানে অধিকাংশ বাংলা ছবিতেই রয়েছে জয় সরকারের সুরের ছোঁয়া । আর তাই তাঁর সুরের প্রেমে মজেছেন তিনিও, সাফ জানালেন মঞ্চেই ।

আরও পড়ুন:Main Heer Ve: শুভ্রা পালের মিউজিক ভিডিয়ো লঞ্চে চাঁদের হাট

উল্লেখ্য, অরিন্দম শীল পরিচালিত সব ছবিরই গানের দিকটি সামলান বিক্রম ঘোষ । প্রত্যেকটি ছবির মিউজিকই করেন তিনি । তবে, এ দিনের সন্ধ্যায় অরিন্দম বললেন একটু অন্য কথা । এ দিন মঞ্চে দাঁড়িয়ে সর্বসমক্ষে তিনি বললেন, "আমার সব ছবির মিউজিকই করে আমার বন্ধু বিক্রম ঘোষ । কখনও যদি ও কাজটা না-করে তা হলে সেই কাজটা করবে জয় সরকার ।" কেন এমন কথা হঠাৎ বললেন তিনি ? তাহলে কি পরিচালকবাবুর পরের ছবির সুরকার জয় সরকার ? নাকি মতানৈক্য চলছে বিক্রম-অরিন্দম জুটির মধ্যে ? সবটা সময় বলবে ।

আরও পড়ুন:Soumitra Chatterjee: স্মরণে সৌমিত্র চট্টোপাধ্যায়, আবেগে ভাসলেন প্রিয়জনেরা

মঞ্চে পরিচালক মহাশয়ের এই সাফ কথা বেশ ধাক্কা দিয়ে যায় । বিক্রম-অরিন্দম জুটি কম তো দেয়নি বাঙালি দর্শককে । তবে হ্যাঁ, সৃষ্টির স্বাদবদল ঘটা তো অপরাধ নয় । হতেই পারে, স্বাদ বদলাতে সুরকার বদলের পথে হাঁটতে চলেছেন পরিচালক ।

আরও পড়ুন:Shiboprosad Mukherjee: সৌমিত্র-স্বাতীলেখার বেলাশুরু-সহ চারটি ছবির মুক্তির দিন ঘোষণা শিবপ্রসাদের

ABOUT THE AUTHOR

...view details