মুম্বই, 16 মে: তিনি বদমেজাজি ৷ নিজেই এ কথা স্বীকার করে নিয়ে এ জন্য মা সুতপা শিকদারের কাছে ক্ষমা চাইলেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল ৷ সাম্প্রতিক পোস্টে মায়ের জন্য আবেগী বার্তা দিয়েছেন তিনি ৷
প্রায়শই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বাবার সঙ্গে জড়িয়ে নানা স্মৃতির কথা তুলে আনেন ইরফান-পুত্র ৷ তবে তাঁর রবিবারের পোস্ট মা সুতপা শিকদারের জন্য ৷ মায়ের একটি ছবি পোস্ট করে বাবিল লিখেছেন, "এক এবং একমাত্র ৷ আমি খুবই বদমেজাজি, সে জন্য আমি অনুতপ্ত ৷ জানেন, তিনি সবসময় আমার সঙ্গে আছেন ৷ একমাত্র তিনিই ৷ একমাত্র মা ছাড়া আমাকে কেউ কিছু দেন না ৷ তোমাকে আমি খুব ভালোবাসি ৷ তোমার যন্ত্রণায় আমিও দুঃখিত ৷ আমাদের বইয়ের শেষ অধ্যায়ে স্বার্থপরভাবে আমি এমন একজন হতে চাই যে তোমার যত্ন নেবে ৷"