কলকাতা : দীর্ঘ প্রতীক্ষার পর সামনে এল 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র প্রথম ট্রেলার । প্রথম এই ট্রেলার সংলাপ না থাকলেও, একটা আভাস পাওয়া গেল যে কেমন তৈরি হতে চলেছে এই ছবি ।
রাজা-মন্ত্রীর কাহিনি ফোটাতে পরিচালক অনিকেত আমাদের নিয়ে গেছেন এক অন্য যুগে । ঠিক যেমন হয় রূপকথায় । শাশ্বত চ্যাটার্জি এমনিতেই একজন ভার্সেটাইল অভিনেতা, এবার তাঁকে দেখা যাবে হবুচন্দ্র রাজার ভূমিকায় । অন্যদিকে গবুচন্দ্র মন্ত্রীর ভূমিকায় যোগ্য সঙ্গত করতে আসছেন খরাজ মুখার্জি । রানির ভূমিকায় দেখা যাবে অর্পিতা চ্যাটার্জিকে ।