পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে, আশাবাদী মিমি - mimi in instagram

সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন মিমি । শুটিংয়ের সময় ছবিগুলি তুলেছিলেন । কাজ, শুটিং, ব্যস্ততা এই সব কিছুই এখন মিস করছেন । ছবির মাধ্যমে তাই তুলে ধরার চেষ্টা করেন তিনি ।

sdf
adsf

By

Published : May 7, 2020, 3:36 PM IST

কলকাতা : একটা সময় ছিল । যখন সবাই কাজে বের হতেন । একে অপরের সঙ্গে দেখা করতেন । মনে কোনও ভয় ছাড়াই একে অপরকে জড়িয়ে ধরতেন । তারপর বাড়ি ফিরতেন মাস্ক না পরেই । মাস্ক, স্যানিটাইজ়ার এই সবের কোনও চিন্তাই ছিল না । কিন্তু, এখন বদলে গিয়েছে পরিস্থিতি । একে অপরের সঙ্গে দেখা করা দূর, বাড়ি থেকেই বের হচ্ছেন না কেউই । তবে খুব তাড়াতাড়িই পরিস্থিতি পরিবর্তন হবে বলে আশাবাদী মিমি চক্রবর্তী ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতির মধ্যে গৃহবন্দী সবাই । বাড়িতেই রয়েছেন মিমিও । পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এখন বাকিদের মতো সেই দিকেই তাকিয়ে রয়েছেন তিনি । যদিও পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদী ।

সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন মিমি । শুটিংয়ের সময় ছবিগুলি তুলেছিলেন তিনি । কাজ, শুটিং, ব্যস্ততা এই সব কিছু যে তিনি কতটা মিস করছেন এই ছবিগুলির মাধ্যমে সেকথাই বোঝান ।

একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, "পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হচ্ছে । ততদিন বাড়িতে থাকুন । সুস্থ থাকুন ।"

আরও একটি ছবির ক্যাপশনে লেখেন, "শুটিংয়ের সময়ের ছবি ।" শুটিংয়ের দিনগুলি যে তিনি মিস করছেন এই ছবির মাধ্যমে সেই কথাই তুলে ধরার চেষ্টা করেছেন ।

এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মিমি । যদিও এই সময় সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় তিনি । মাঝে মধ্যেই বিভিন্ন পোস্ট করতে দেখা যাচ্ছে তাঁকে । বাড়িতে কীভাবে মাস্ক তৈরি করতে হয়ে সেটা কিছু দিন আগেই ফ্যানদের শেখান তিনি ।

এছাড়া পোষ্যদের সঙ্গেই খন বেশি সময় কাটাচ্ছেন মিমি । অবসর পেলেই তাদের সঙ্গে খেলায় মেতে উঠছেন । আর মুহূর্তের ভিডিয়ো ও ছবি পোস্ট করছেন সোশাল মিডিয়ায় ।

ABOUT THE AUTHOR

...view details