পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দর্শক নেই, আপাতত বন্ধ থাকবে কয়েকটি সিঙ্গল স্ক্রিন সিনেমা হল

কোরোনা পরিস্থিতির মধ্যে হাতে গোনা দর্শককে নিয়ে হল চালাতে গিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা সিঙ্গল স্ক্রিন সিনেমা হল মালিকদের । আর সেই কারণেই প্রিয়া, জয়া, মেনকা, মালঞ্চ, বসুশ্রী ও প্রাচীর মতো একাধিক সিঙ্গল স্ক্রিন সিনেমা হল এখন বন্ধ রাখার সিদ্ধান্ত রেখেছেন হল মালিকরা ।

asd
asd

By

Published : Nov 22, 2020, 2:04 PM IST

কলকাতা : লকডাউন শিথিল হওয়ার পর সরকারি অনুমতি পেয়ে শর্তসাপেক্ষে খোলা হয় সিনেমা হল । কিন্তু, কোরোনা পরিস্থিতির মধ্যে হাতে গোনা দর্শককে নিয়ে হল চালাতে গিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা সিঙ্গল স্ক্রিন সিনেমা হল মালিকদের । আর সেই কারণেই প্রিয়া, জয়া, মেনকা, মালঞ্চ, বসুশ্রী ও প্রাচীর মতো একাধিক সিঙ্গল স্ক্রিন সিনেমা হল এখন বন্ধ রাখার সিদ্ধান্ত রেখেছেন হল মালিকরা ।

লকডাউনের জেরে সাত মাস ধরে বন্ধ ছিল একাধিক সিনেমা হল । যার কারণে প্রচুর লোকসান হয়েছে হল মালিকদের । এদিকে সরকারে অনুমতি পাওয়ার পর হল খোলার কথা জানতে পেরে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন তাঁরা । তারপর একে একে পুজোর সময় বেশ কয়েকটি বাংলা ছবি মুক্তি পায় হয় । আবার কয়েকটি ব্লকবাস্টার হিন্দি ছবি ফের হলে মুক্তি পেয়েছে । কিন্তু, কোরোনা পরিস্থিতির মধ্যে সেভাবে দর্শকদের হলে দেখা যাচ্ছেন না । যার ফলে সমস্যায় পড়েছেন সিঙ্গল স্ক্রিন মালিকরা । তাই এই সময় হল বন্ধ রখার সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই ।

আসলে সিঙ্গল স্ক্রিনের ব্যবসা অনেকটাই নির্ভর করে হিন্দি ছবির উপর । কিন্তু, এই মুহূর্তে কোনও বিগ বাজেটের হিন্দি ছবি মুক্তি পায়নি । এ প্রসঙ্গে মেনকা সিনেমা হলের মালিক প্রণববাবু বলেন, "নতুন ছবি কোথায় ? একটাও নতুন হিন্দি ছবি কি হলে মুক্তি পাচ্ছে ? মুম্বই থেকে কোনও খবর আসছে না । এদিকে বাংলা ছবি রিলিজ় করছে না হলে । পুজোর সময় যা লোক এসেছিল, দীপাবলিতে সেটাও আসেনি । নতুন ছবি আসলেই হল খুলে দেব । 25 ডিসেম্বরকে বেশকিছু ছবি মুক্তি পায় । তখন পরিস্থিতি দেখে হল খুলে দেব ।"

অন্যদিকে প্রিয়ার মালিক অরিজিৎ দত্ত ETV ভারতকে বলেন, "এখন তো নতুন ছবি রিলিজ় করছে না, তাই আমি হল বন্ধ রেখে হলেরই কিছু কাজ করছি । এই কাজগুলো সাধারণত রাতে করতে হয় । কিন্তু, আমরা দিনেই করছি ।"

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি 'বেলাশুরু'। কিন্তু, যতদিন না পর্যন্ত হলে 100 শতাংশ দর্শক থাকতে পারবেন ততদিন ওই ছবি রিলিজ় করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখার্জি ।

ABOUT THE AUTHOR

...view details