পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তৃতীয় বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই 'দ্বিতীয় সন্তান'-এর ঘোষণা শ্রাবন্তীর - Fitness Empire gym

রবিবারই ইনস্টাগ্রামে সবুজ গাউন পরে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী । সেই ছবির ক্যাপশনেই 'দ্বিতীয় সন্তান'-এর কথা লেখেন তিনি । না তবে শ্রাবন্তীর 'দ্বিতীয় সন্তান' কোনও রক্ত মাংসের মানুষ নয় । এটি আসলে তাঁর জিম ফিটনেট এম্পায়ার ।

asd
asd

By

Published : Nov 9, 2020, 9:45 PM IST

কলকাতা : টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী । কিন্তু, তাঁর বিয়ে নিয়ে বিনোদন দুনিয়ায় সব সময় চর্চা চলতেই থাকে । আবার শোনা যাচ্ছে, তৃতীয় স্বামীর সঙ্গেও নাকি তাঁর বিবাহবিচ্ছেদ হতে চলেছে । যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি । তবে এই গুঞ্জনের মাঝেই নিজের 'দ্বিতীয় সন্তান'-এর কথা ঘোষণা করলেন অভিনেত্রী ।

রাজীবের সঙ্গে প্রথম বিয়ে হয়েছিল শ্রাবন্তীর । তাঁদের সন্তান ঝিনুক । এরপর কিষাণের সঙ্গে তাঁর বিয়ে হয় । সেই বিয়ে অবশ্য বেশিদিন টেকেনি । এরপর গত বছরই রোশনকে বিয়ে করেন তিনি । শোনা যাচ্ছে, রোশনের সঙ্গেও নাকি শ্রাবন্তীর ঝামেলা শুরু হয়েছে । অনেকদিন ধরেই আর একসঙ্গে থাকছেন না তাঁরা । যদিও এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি রোশন বা শ্রাবন্তী কাউকেই । আর তার মাঝেই 'দ্বিতীয় সন্তান'-এর কথা ঘোষণা করলেন শ্রাবন্তী । যা শুনে প্রথমে কিছুটা অবাক হয়ে যান অনুরাগীরা ।

রবিবারই ইনস্টাগ্রামে সবুজ গাউন পরে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী । সেই ছবির ক্যাপশনেই 'দ্বিতীয় সন্তান'-এর কথা লেখেন তিনি । না তবে শ্রাবন্তীর 'দ্বিতীয় সন্তান' কোনও রক্ত মাংসের মানুষ নয় । এটি আসলে তাঁর জিম । তিনি লেখেন, "প্রথমবার আমি নিজের কিছু শুরু করলাম । ফিটনেট এম্পায়ার আমার দ্বিতীয় সন্তান আর আমার হৃদয়ের খুব কাছের জিনিস । নিজের নতুন ব্যবসার জন্য আপনাদের সবার শুভেচ্ছা কামনা করি !!"

আসলে ফিটনেট এম্পায়ার নামে একটি জিম খুলেছেন শ্রাবন্তী । রবিবার থেকে পথচলা শুরু করেছে এই জিম । এই জিমই অভিনেত্রীর 'দ্বিতীয় সন্তান' । আর সেই কথাই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details