ছবি দেখে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "হাফ টাইম পর্যন্ত দেখলাম। দারুণ লাগল। ভীষণ কবিতার মতো একটা ছবি। অন্য ধরনের একটা সিনেমা। আমার মনে হয় বসন্ততে প্রেম-ভালোবাসা এবং ফাইনালি ভালোবাসা কলকাতায় নামল অঞ্জনদার হাত ধরে।"
ছবি দেখে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "হাফ টাইম পর্যন্ত দেখলাম। দারুণ লাগল। ভীষণ কবিতার মতো একটা ছবি। অন্য ধরনের একটা সিনেমা। আমার মনে হয় বসন্ততে প্রেম-ভালোবাসা এবং ফাইনালি ভালোবাসা কলকাতায় নামল অঞ্জনদার হাত ধরে।"
ছবি সম্পর্কে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "আমার অসম্ভব ভালো লেগেছে। বিশেষ করে গান। ভালোবাসার তিনটি আলাদা আলাদা ট্র্যাক। ভালোবাসার তো আলাদা কোনও ডেসক্রিপশন হয় না। মনে হয় একটা অদ্ভুত ওয়াইড জায়গা আছে। মানুষ বলে ভালোবাসার এটা। আসলে তা নয়। ভালোবাসার মানে খুঁজে পাওয়া যায় না। 'ফাইনালি ভালোবাসা' একটা দারুণ মিশ্রণ। এবং খুব সুন্দর শুটিং হয়েছে। অঞ্জনদার একটা অদ্ভুত ব্যাপার থাকে। অঞ্জনদা ভীষণভাবে ইউথ কানেক্ট করতে পারেন। আজকের প্রজন্ম নিয়ে খুব সুন্দর কথা বলতে পারেন। একইভাবে আমাদের জেনারেশন নিজেও খুব সুন্দর কথা বলতে পারেন। এবং আমাদের আগের জেনারেশনে নিয়েও কথা বলতে পারেন। এটা অঞ্জনদা বলেই সম্ভব। তিনি নিজেও তো খুব রোমান্টিক একজন মানুষ।"
ছবি নিয়ে বাকি কলাকুশলীরা কী বললেন, জানতে দেখুন ভিডিয়ো...