পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোভিড পজ়িটিভ মণীশ মালহোত্রা, বাড়িতেই আছেন কোয়ারানটিনে - coronavirus

করোনাভাইরাসে আক্রান্ত প্রখ্যাত ফ্যাশন ডিজ়াইনার মণীশ মালহোত্রা ৷ বাড়িতে কোয়ারানটিনে আছেন তিনি ৷ ইনস্টাগ্রামে নিজেই এ কথা জানিয়েছেন ৷

Fashion Designer Manish Malhotra Tests Positive For COVID-19
কোভিড পজ়িটিভ মণীশ মালহোত্রা, বাড়িতেই আছেন কোয়ারানটিনে

By

Published : Apr 17, 2021, 2:58 PM IST

মুম্বই, 17 এপ্রিল: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রবল আকারে আছড়ে পড়েছে দেশজুড়ে ৷ সাধারণ মানুষের পাশাপাশি প্রায় রোজই আক্রান্ত হচ্ছেন সেলিব্রিটিরা ৷ এ বার সেই তালিকায় চলে এলেন মণীশ মালহোত্রা ৷ 54 বছরের প্রখ্যাত ফ্যাশন ডিজ়াইনার শুক্রবার রাতে জানিয়েছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷

পজ়িটিভ অর্থাত্ যোগ চিহ্ন লেখা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মণীশ ৷ তার ক্যাপশনে লিখেছেন, "আমার কোভিড 19 রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ সঙ্গে সঙ্গে আমি নিজেকে আইসোলেশনে রেখেছি এবং বাড়িতে কোয়ারানটিনে রয়েছি ৷ আমার ডাক্তারদের পরামর্শ মতো সব প্রোটোকল মেনে চলছি ৷ দয়া করে সুরক্ষিত থাকুন এবং যত্ন নিন ৷"

মণীশের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছে তাঁর বন্ধু সেলেবরা ৷ বর্তমানে নিজেও করোনায় আক্রান্ত ভূমি পেদনেকর লিখেছেন, "এমএম, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ৷" এ ছাড়াও সঞ্জয় কাপুর, হুমা কুরেশি, ঋদ্ধিমা কাপুর সাহনিও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷

আরও পড়ুন:কোভিড পজ়িটিভ, তবু সমাজসেবাতেই মন সোনু সুদের

গত মাসেই ল্যাকমে ফ্যাশন উইকে যথেষ্ট প্রশংসিত হয়েছে মণীশ মালহোত্রার কালেকশন ৷ ফ্যান শো-এর শো স্টপার ছিলেন কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ান ৷

ABOUT THE AUTHOR

...view details